ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় জাসদের কেন্দ্রীয় নেতা ও চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নিহতের ছোট ভাই এনামুল হক মণ্ডল বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলাটি করেন।
জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন এবং তাঁর ছোট ভাই চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই এনামুল বাদী হয়ে মামলা দিয়েছেন। শিগগিরই সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
মামলার বিষয়ে চাঁদগ্রাম ইউপি সদস্য ও বাদী এনামুল হক বলেন, ‘মামলা নিতে পুলিশের কোনো গড়িমসি ছিল না। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। আহতদের হাসপাতালে চিকিৎসা ও নিহতের মরদেহ দাফন-কাফনসহ আত্মীয়স্বজন ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়। এ জন্য থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদগ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হন আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর। তিনি ওই গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলায় তিনজন গুলিবিদ্ধ হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় নিহত সিদ্দিকুরের ভাই বাদশা মণ্ডলের পায়ের রগ কেটে যাওয়ায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় জাসদের কেন্দ্রীয় নেতা ও চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নিহতের ছোট ভাই এনামুল হক মণ্ডল বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলাটি করেন।
জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন এবং তাঁর ছোট ভাই চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই এনামুল বাদী হয়ে মামলা দিয়েছেন। শিগগিরই সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
মামলার বিষয়ে চাঁদগ্রাম ইউপি সদস্য ও বাদী এনামুল হক বলেন, ‘মামলা নিতে পুলিশের কোনো গড়িমসি ছিল না। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। আহতদের হাসপাতালে চিকিৎসা ও নিহতের মরদেহ দাফন-কাফনসহ আত্মীয়স্বজন ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়। এ জন্য থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদগ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হন আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর। তিনি ওই গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলায় তিনজন গুলিবিদ্ধ হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় নিহত সিদ্দিকুরের ভাই বাদশা মণ্ডলের পায়ের রগ কেটে যাওয়ায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধের জের ধরে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবককে টেঁটা মেরে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের একাধিক নেতা অবৈধ করাতকল চালাচ্ছেন। উপজেলায় থাকা মোট ৩০টি করাতকলের ২৪টি অবৈধ বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের তদারকি না থাকায় এসব করাতকল চালানো সম্ভব হচ্ছে।
৪ ঘণ্টা আগেচলছে ইলিশের ভরা মৌসুম। এরপরও বরিশালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীদের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে ৮-১০ মণ। এর প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০
৫ ঘণ্টা আগে