ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ডাকে আবারও ক্যাম্পাসে এসেছেন ভুক্তভোগী ছাত্রী। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন। দিনব্যাপী তিন তদন্ত কমিটি পৃথকভাবে ক্যাম্পাসে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। সেখান থেকে বের হয়ে নির্যাতিত ছাত্রী ফুলপরী সাংবাদিকদের বলেন, সানজিদা তাঁর হাত-পা ধরে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত নেত্রী’।
অভিযুক্ত ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা নির্যাতিত ছাত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা স্বীকার করেছেন। হাত-পা ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যা করার তদন্ত কমিটি করবে।’
ঘটনার পর এ নিয়ে গত পাঁচ দিনে তিনবার ক্যাম্পাসে এসেছেন ভুক্তভোগী ছাত্রী। ক্যাম্পাসে ভুক্তভোগীর নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর জয়শ্রী সেন একটি গাড়িতে করে প্রধান ফটক থেকে তাঁকে হলে নিয়ে আসেন।
এদিকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি সদস্যরা হলের বিভিন্ন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় তিন কমিটির সদস্যরা ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের সঙ্গে কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কার্যালয়ে আজ বুধবার বিকেলে মুখোমুখি হন ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও ড. মুর্শিদ আলম।
বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সব পক্ষের সঙ্গে ইতিমধ্যে আমরা কথা বলেছি। তদন্তকাজ গুছিয়ে এনেছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে পারব।’
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর বিভিন্ন কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ইবি শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে উল্লেখ করেন ভুক্তভোগী।
আরও পড়ুন:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ডাকে আবারও ক্যাম্পাসে এসেছেন ভুক্তভোগী ছাত্রী। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন। দিনব্যাপী তিন তদন্ত কমিটি পৃথকভাবে ক্যাম্পাসে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। সেখান থেকে বের হয়ে নির্যাতিত ছাত্রী ফুলপরী সাংবাদিকদের বলেন, সানজিদা তাঁর হাত-পা ধরে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত নেত্রী’।
অভিযুক্ত ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা নির্যাতিত ছাত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা স্বীকার করেছেন। হাত-পা ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যা করার তদন্ত কমিটি করবে।’
ঘটনার পর এ নিয়ে গত পাঁচ দিনে তিনবার ক্যাম্পাসে এসেছেন ভুক্তভোগী ছাত্রী। ক্যাম্পাসে ভুক্তভোগীর নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর জয়শ্রী সেন একটি গাড়িতে করে প্রধান ফটক থেকে তাঁকে হলে নিয়ে আসেন।
এদিকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি সদস্যরা হলের বিভিন্ন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় তিন কমিটির সদস্যরা ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের সঙ্গে কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কার্যালয়ে আজ বুধবার বিকেলে মুখোমুখি হন ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও ড. মুর্শিদ আলম।
বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সব পক্ষের সঙ্গে ইতিমধ্যে আমরা কথা বলেছি। তদন্তকাজ গুছিয়ে এনেছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে পারব।’
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর বিভিন্ন কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ইবি শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে উল্লেখ করেন ভুক্তভোগী।
আরও পড়ুন:
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৪ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে