Ajker Patrika

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 
নিহত কৃষক নুর ইসলাম শেখ। ছবি: আজকের পত্রিকা
নিহত কৃষক নুর ইসলাম শেখ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের চিতলমারীতে বিএনপির দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে আহত কৃষক নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগড়ী গ্রামের জলিল শেখের ছেলে। এদিকে নুর ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ১৬ ফেব্রুয়ারি বিকেলে চরচিংগড়ী এলাকায় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে নুর ইসলামসহ অনেকে আহত হন।

পরে আহত নুর ইসলামকে প্রথমে টুঙ্গিপাড়া এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। ১০ দিন পর গতকাল রাতে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত