Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে শিক্ষক কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৩, ২১: ৪০
Thumbnail image

বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে আল মামুন নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

ইউএনও খন্দকার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোল্লাহাটের সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আল মামুন (৪৫) পরীক্ষকের দায়িত্ব পালন করছিলেন। লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল এই কেন্দ্রে। সেই অনুযায়ী আল মামুনকে অন্য একটি কক্ষে (যেখানে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী নেই) পরিদর্শকের দায়িত্ব দেন কেন্দ্রের হল সুপার।’ 

ইউএনও আরও বলেন, ‘এ সময় তিনি তা অমান্য করে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে গিয়ে দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে পরিদর্শনকালে এই অসংগতি দৃষ্টিগোচর হয়। এই ঘটনায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ১০ ধারা অনুযায়ী অপরাধ। এই অনিয়মের দায়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস আজকের পত্রিকাকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষককে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার পরীক্ষা চলাকালে নকলের সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করেন ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত