বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে আল মামুন নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
ইউএনও খন্দকার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোল্লাহাটের সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আল মামুন (৪৫) পরীক্ষকের দায়িত্ব পালন করছিলেন। লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল এই কেন্দ্রে। সেই অনুযায়ী আল মামুনকে অন্য একটি কক্ষে (যেখানে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী নেই) পরিদর্শকের দায়িত্ব দেন কেন্দ্রের হল সুপার।’
ইউএনও আরও বলেন, ‘এ সময় তিনি তা অমান্য করে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে গিয়ে দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে পরিদর্শনকালে এই অসংগতি দৃষ্টিগোচর হয়। এই ঘটনায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ১০ ধারা অনুযায়ী অপরাধ। এই অনিয়মের দায়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস আজকের পত্রিকাকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষককে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার পরীক্ষা চলাকালে নকলের সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করেন ইউএনও।
বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে আল মামুন নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
ইউএনও খন্দকার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোল্লাহাটের সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আল মামুন (৪৫) পরীক্ষকের দায়িত্ব পালন করছিলেন। লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল এই কেন্দ্রে। সেই অনুযায়ী আল মামুনকে অন্য একটি কক্ষে (যেখানে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী নেই) পরিদর্শকের দায়িত্ব দেন কেন্দ্রের হল সুপার।’
ইউএনও আরও বলেন, ‘এ সময় তিনি তা অমান্য করে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে গিয়ে দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে পরিদর্শনকালে এই অসংগতি দৃষ্টিগোচর হয়। এই ঘটনায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ১০ ধারা অনুযায়ী অপরাধ। এই অনিয়মের দায়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস আজকের পত্রিকাকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষককে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার পরীক্ষা চলাকালে নকলের সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করেন ইউএনও।
মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডের বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি।
৬ মিনিট আগেশরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটক করায় থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ছবি তুলতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্য। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
৯ মিনিট আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পাওনাদারদের ভয়ে আত্মগোপনে থাকা রহিমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগেবর্গা নেওয়া ২৪ শতক জমিতে দুই শতাধিক পেঁপেগাছ লাগিয়েছিলেন কৃষক আনোয়ারুল হোসেন (৩৯)। গাছে পেঁপেও ধরেছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে সেগুলো বাজারজাত করে ঋণের টাকা পরিশোধ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন তাঁর ধূলিসাৎ হয়ে গেছে।
৩০ মিনিট আগে