Ajker Patrika

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে আলাকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলার ঘটনা নিয়ে আজ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলার ঘটনা নিয়ে আজ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত কয়েক দিনের আন্দোলন, হামলা-মামলার পর আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিন ক্যাম্পাস ছিল শান্ত। তবে বেলা ৩টায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলার ঘটনা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

এদিকে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

কুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন জুনায়েদ আজকের পত্রিকাকে বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি রয়েছেন তাঁদের। এসব দাবি বাস্তবায়ন না পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।

মাহিন জুনায়েদ আরও জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ৮০-৯০ শতাংশ শিক্ষার্থী হলে রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে আজ বিকেলে এক ঘণ্টার আলোকচিত্র প্রদর্শনী করা হয়। পরে আন্দোলনের কর্মসূচি কী হবে, তা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করে ঠিক করবেন।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে কুয়েটে গত মঙ্গলবার ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত