Ajker Patrika

মোংলায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৪

বাগেরহাটের মোংলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের চার সমর্থকের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব রোডের একটি স্টুডিও থেকে এই চারজনকে আটক করে পুলিশ। পরে চারজনসহ ১৪ জনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব রোডের একটি স্টুডিওতে বসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ইস্যুকে কেন্দ্র করে সরকার উৎখাতে নাশকতার পরিকল্পনা করছিলেন বিএনপি-জামায়াত সমর্থিত একদল লোক। এ সময় গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল নোমান (২১) মো. আল আমিন হোসেন (৪০), মো. আব্বাস শেখ (২৯) ও মো. শুকুর শেখকে (৫০) আটক করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় ওই দোকান থেকে পুলিশ কিছু ইসলামিক বই, লাঠি, লোহার রড, পেট্রল ও গ্যাস লাইট উদ্ধার করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে মোংলা থানার উপপরিদর্শক মো. জুয়েল বাদী হয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন।’ এ ছাড়া মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানা গেছে। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাকি আসামিরা হচ্ছেন-জাহিদুল ইসলাম সুমন, আব্দুল মান্নান হাওলাদার, মোস্তাইন সরদার, ইলিয়াস ফকির, ইয়াসিন খাঁন, রশিদ খাঁন, মাহমুদ রিয়াদ, শোভন মোল্লা ও সফরুল হায়দার সুজন। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত