Ajker Patrika

খাবার পানির উৎস বাঁচাতে নারীরা সংস্কার করলেন বাঁধ

প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২১, ১৫: ২৬
Thumbnail image

সাতক্ষীরা: খাবার পানির উৎসকে বাঁচাতে সাতক্ষীরার কালিগঞ্জে ওয়াপদা সুইচ গেটের ৩০ ফুট বাঁধ সংস্কার করলেন নারীরা। গতকাল শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ‘বিন্দু নারী উন্নয়ন’ নামে একটি সংগঠনের ৩৫ জন নারী সদস্য এই বাঁধ সংস্কারের কাজ করেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কালিগঞ্জের বিভিন্ন অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে নদীর নোনা পানি প্রবেশ করেছে। যার কারণে জেলার বিভিন্ন অঞ্চলের পুকুরে নোনা পানি প্রবেশ করে পানি পান অনুপযোগী হয়ে গেছে। এরই মধ্যে কালিগঞ্জের গেটের পাশে প্রায় ৩০ ফুট জায়গায় ভাঙন ধরে। সেটি পুরো ভেঙে গেলে তলিয়ে যাবে উপজেলার সাতটি গ্রাম। এ ছাড়া তলিয়ে যাবে ২০ হাজার মানুষের একমাত্র পানির উৎস ওয়াপদা পুকুর।

সম্প্রতি এই পুকুরটি একেবারে শুকিয়ে যায়। যার ফলে সদরের কয়েকটি গ্রামে সুপেয় পানির সংকট দেখা দিয়েছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুরটিতে খাওয়ার মতো সামান্য পানি সঞ্চয় হয়েছে। ওই নারীরা মনে করেন, এই পুকুরে যদি নোনা পানি প্রবেশ করে তাহলে জীবনে দুর্বিষহ বিপদ নেমে আসবে। কারণ কয়েক কিলোমিটারের মধ্যে এই পুকুরটি ছাড়া আর কোনো মিঠা পানির পুকুর নেই। তাই তারা পানির উৎসকে বাঁচাতে মাঠে নেমেছেন বলে জানান।

নারী উন্নয়ন সংগঠন বিন্দুর সভাপতি জাকিয়া রাজিয়া বলেন, আমরা যারা কাজ করছি তারা কোনো দিন মাটির কাজ করিনি। কিন্তু আজ যেহেতু পানির উৎসকে বাঁচাতে হবে সেহেতু ঘরে বসে থাকতে পারলাম না। এটি সংস্কার না করলে বাঁধ ভেঙে বহু গ্রাম ভেসে যেত।

সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, আমরা একরকম নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। আসলে বড় বড় ভাঙনের কারণে এটিকে কেউ গুরুত্ব দেয়নি। তবে ভেঙে যাওয়ার পর ঠিকই হাহাকার করত। যেহেতু কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেনি, তাই আমরাই নেমে পড়েছি। আমরা এটা প্রমাণ করলাম যে, নারীরা কোনো কাজে পিছিয়ে নেই।

উল্লেখ্য, এক যুগের বেশি সময় ধরে সাতক্ষীরার দুর্যোগ মোকাবিলায় কাজ করছে এবং প্রতি সপ্তাহে টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন করছে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত