মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেলে শিবসা নদীর ডুবো চরে আটকে পড়ার পর তলা ফেটে জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ‘এম ভি গারোহেরা’ কার্গো জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।
দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। সেই সঙ্গে এই কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান মাঈনুল হোসেন মিন্টু।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা যেখানে ঘটেছে সেটি মোংলা বন্দরের চ্যানেলের আওতার বাইরে। ফলে মোংলা বন্দরের জাহাজ আগমন-নির্গমনে কোনো সমস্যা নেই। আর ঘটনাটি বিআইডব্লিউ কর্তৃপক্ষ দেখভাল করবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন নদীতে কয়লা, সার ও ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটছে। এ ঘটনা সুন্দরবনের জলজ প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ। এগুলো ভারী ধাতু। সুন্দরবনের পানির সঙ্গে মিশে তা প্রাণিকুলের জন্য বিপর্যয় ডেকে আনছে।’
তিনি আরও বলেন, ‘বারবার এ জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এ রুটে ফিটনেসবিহীন ও সার্ভে সনদ ছাড়াই কার্গো জাহাজগুলি চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেলে শিবসা নদীর ডুবো চরে আটকে পড়ার পর তলা ফেটে জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ‘এম ভি গারোহেরা’ কার্গো জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।
দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। সেই সঙ্গে এই কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান মাঈনুল হোসেন মিন্টু।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা যেখানে ঘটেছে সেটি মোংলা বন্দরের চ্যানেলের আওতার বাইরে। ফলে মোংলা বন্দরের জাহাজ আগমন-নির্গমনে কোনো সমস্যা নেই। আর ঘটনাটি বিআইডব্লিউ কর্তৃপক্ষ দেখভাল করবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন নদীতে কয়লা, সার ও ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটছে। এ ঘটনা সুন্দরবনের জলজ প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ। এগুলো ভারী ধাতু। সুন্দরবনের পানির সঙ্গে মিশে তা প্রাণিকুলের জন্য বিপর্যয় ডেকে আনছে।’
তিনি আরও বলেন, ‘বারবার এ জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এ রুটে ফিটনেসবিহীন ও সার্ভে সনদ ছাড়াই কার্গো জাহাজগুলি চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে