যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী সন্তান প্রসব করেছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আজ রোববার সকালে চিকিৎসকের পাঁচ সদস্যের একটি বোর্ড এই অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের মাধ্যমে এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসবে ঘটনা জেলা পর্যায়ের হাসপাতালে এই প্রথম।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি যশোর সদর উপজেলার এই নারী গর্ভাবস্থায় হাসপাতালে চেকআপের জন্য আসেন। এ সময় তাঁর এইচআইভি আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এর পর থেকে হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার নিলুফা ইয়াসমিনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আজ তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বোর্ডের সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ নিলুফার ইয়াসমিন, হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট জাফর ইকবাল, মাসকিয়া জান্নাতি, জুনিয়র কনসালট্যান্ট ইদ্রিস আলী ও রেজিস্ট্রার গোলাম মোর্তুজা।
অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করা রেজিস্ট্রার গোলাম মোর্তুজা জানান, এইচআইভি আক্রান্ত নারীর এই অপারেশন অত্যন্ত সংবেদনশীল। তবে ঝুঁকিমুক্তভাবে তা সম্পন্ন হয়েছে। এর মধ্যে দিয়ে যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। এ ছাড়া এই নারীর মাধ্যমেই যশোরে এইচআইভি, এইডস আক্রান্ত নারীর বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম শুরু হলো। যশোরে এ কার্যক্রমের জন্য স্থাপিত এইচটিসি, আরটিভি সেন্টার আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হবে।
যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যশোরে এর আগে এই অপারেশন হয়নি। পাশাপাশি এইচটিসি, আরটিভি সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের এইচআইভি এইডস রোগীরা তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী সন্তান প্রসব করেছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আজ রোববার সকালে চিকিৎসকের পাঁচ সদস্যের একটি বোর্ড এই অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের মাধ্যমে এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসবে ঘটনা জেলা পর্যায়ের হাসপাতালে এই প্রথম।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি যশোর সদর উপজেলার এই নারী গর্ভাবস্থায় হাসপাতালে চেকআপের জন্য আসেন। এ সময় তাঁর এইচআইভি আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এর পর থেকে হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার নিলুফা ইয়াসমিনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আজ তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বোর্ডের সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ নিলুফার ইয়াসমিন, হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট জাফর ইকবাল, মাসকিয়া জান্নাতি, জুনিয়র কনসালট্যান্ট ইদ্রিস আলী ও রেজিস্ট্রার গোলাম মোর্তুজা।
অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করা রেজিস্ট্রার গোলাম মোর্তুজা জানান, এইচআইভি আক্রান্ত নারীর এই অপারেশন অত্যন্ত সংবেদনশীল। তবে ঝুঁকিমুক্তভাবে তা সম্পন্ন হয়েছে। এর মধ্যে দিয়ে যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। এ ছাড়া এই নারীর মাধ্যমেই যশোরে এইচআইভি, এইডস আক্রান্ত নারীর বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম শুরু হলো। যশোরে এ কার্যক্রমের জন্য স্থাপিত এইচটিসি, আরটিভি সেন্টার আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হবে।
যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যশোরে এর আগে এই অপারেশন হয়নি। পাশাপাশি এইচটিসি, আরটিভি সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের এইচআইভি এইডস রোগীরা তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছেন। আরো প্রায় অর্ধশত আহত ও দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকের জীবন শঙ্কায় রয়েছে।
৫ মিনিট আগেনওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং
১১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।
১৭ মিনিট আগে