Ajker Patrika

দেশে প্রতি পাঁচজনের একজন মানসিক সমস্যায় ভুগছে

যশোর প্রতিনিধি
দেশে প্রতি পাঁচজনের একজন মানসিক সমস্যায় ভুগছে

দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভুগছে। তবে রোগীর তুলনায় মানসিক চিকিৎসার চিকিৎসক একেবারেই কম। এই পরিস্থিতিতে ব্যক্তি ও সমাজকেন্দ্রিক স্বাস্থ্য সেবার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই।

আজ মঙ্গলবার যশোর শহরের একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা বলেন।

জেলা পর্যায়ে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্তকরণ ও জোরদার করতে কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেশন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে অর্থায়ন করে এমবেসি অফ সুইডেন। 

প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্তকরণ ও জোরদার করতে যশোর, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারসহ চার জেলায় প্রকল্প নিয়েছে সরকার। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা আরও জোরদার হবে কর্মশালায় উপস্থিত ব্যক্তিরা জানান। 

জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর বি এম এ-এর সভাপতি ডা. কামরুল ইসলাম বেনু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহিদুর রহমান, যশোর স্বাচিপের সদস্যসচিব ডা. গোলাম মোর্তুজা, যশোর প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ। 

কর্মশালায় স্বাস্থ্যসেবা বিষয়ক চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের যত্নের বিষয়ে আলোচনা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত