খুলনা প্রতিনিধি
খুলনা নগরীতে পাঠক প্রিয় লাইব্রেরির লাইব্রেরিয়ান রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সারোয়ার হুসাইন।
গ্রেপ্তার মো. হৃদয় নগরীর বাবুস সালাম জামে মসজিদের পেছনে রেলওয়ে বস্তির নিক্সন মার্কেট এলাকার হান্নান পাসারীর ছেলে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সারোয়ার হুসাইন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদস্যরা জানতে পারেন লাইব্রেরিয়ান রফিকুল হত্যা মামলার একজন আসামি ঢাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে দলটি র্যাব-৪, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকার মিরপুর-১২ এলাকা থেকে ওই হত্যা মামলার প্রধান আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় রফিকুল ইসলামকে একই প্রতিষ্ঠানের কর্মচারী মো. চাঁন মিয়া সরদার ও মো. হৃদয় মারধর করে গলায় বই বাঁধার সুতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মোল্লা (৫৫), খুলনা সদর থানার পার্শ্ববর্তী ৪৭ কেডি ঘোষ রোড পাঠক প্রিয় লাইব্রেরিতে চাকরি করার পাশাপাশি লাইব্রেরির তৃতীয় তলার গোডাউনের পাশে বাস করতেন। রফিকুল ইসলামের সঙ্গে লাইব্রেরির অপর দুই কর্মচারী মো. চাঁন মিয়া সরদার ও মো. হৃদয় কাজ করতেন। সে কারণে রফিকুলের সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে ওই লাইব্রেরির কর্মচারীরা লাইব্রেরি বন্ধ করে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে যান। রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ আদায় শেষ করে লাইব্রেরির ম্যানেজার শাহজাহান মসজিদ থেকে বের হন। তিনি লাইব্রেরির তৃতীয় তলার উঠে গোডাউনের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে গোডাউনে রফিকুলের রক্তমাখা লাশ দেখে চিৎকার দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে রফিকুলের মরদেহ উদ্ধার করে।
খুলনা নগরীতে পাঠক প্রিয় লাইব্রেরির লাইব্রেরিয়ান রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সারোয়ার হুসাইন।
গ্রেপ্তার মো. হৃদয় নগরীর বাবুস সালাম জামে মসজিদের পেছনে রেলওয়ে বস্তির নিক্সন মার্কেট এলাকার হান্নান পাসারীর ছেলে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সারোয়ার হুসাইন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদস্যরা জানতে পারেন লাইব্রেরিয়ান রফিকুল হত্যা মামলার একজন আসামি ঢাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে দলটি র্যাব-৪, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকার মিরপুর-১২ এলাকা থেকে ওই হত্যা মামলার প্রধান আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় রফিকুল ইসলামকে একই প্রতিষ্ঠানের কর্মচারী মো. চাঁন মিয়া সরদার ও মো. হৃদয় মারধর করে গলায় বই বাঁধার সুতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মোল্লা (৫৫), খুলনা সদর থানার পার্শ্ববর্তী ৪৭ কেডি ঘোষ রোড পাঠক প্রিয় লাইব্রেরিতে চাকরি করার পাশাপাশি লাইব্রেরির তৃতীয় তলার গোডাউনের পাশে বাস করতেন। রফিকুল ইসলামের সঙ্গে লাইব্রেরির অপর দুই কর্মচারী মো. চাঁন মিয়া সরদার ও মো. হৃদয় কাজ করতেন। সে কারণে রফিকুলের সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে ওই লাইব্রেরির কর্মচারীরা লাইব্রেরি বন্ধ করে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে যান। রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ আদায় শেষ করে লাইব্রেরির ম্যানেজার শাহজাহান মসজিদ থেকে বের হন। তিনি লাইব্রেরির তৃতীয় তলার উঠে গোডাউনের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে গোডাউনে রফিকুলের রক্তমাখা লাশ দেখে চিৎকার দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে রফিকুলের মরদেহ উদ্ধার করে।
‘গণ-অভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু নানা ধরনের রাজনৈতিক প্রহসনে বহু মানুষ মারা যাচ্ছে’ উল্লেখ করে নাহিদ বলেন, ‘চাঁদাবাজ দুর্নীতি, দখলদারিতে পুরো দেশ ছেয়ে গেছে। চুয়াডাঙ্গাবাসীকে আমরা বলতে এসেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমেছি
১৪ মিনিট আগেহিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ কর্মসূচি পালনের পর আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাগারমালিকেরা। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কৃষক, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসনসহ সব পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২২ মিনিট আগেভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১৪টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বাঁধ ভাঙার ২৪ ঘণ্টা পার হলেও পানিবন্দী মানুষের অনেকে এখনো শুকনো খাবার বা বিশুদ্ধ পানি পাননি বলে অভিযোগ উঠেছে।
২৯ মিনিট আগেবন্ধুরা ফিরে গেছেন হলে, আর আসিফ আহমেদ ফিরছেন কফিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মরদেহ আজ বুধবার সকালে কক্সবাজারে সমুদ্রসৈকতে ভেসে ওঠে। এখন সেই মরদেহ নিয়ে সড়কপথে বগুড়ায় আসছেন বাবা রফিকুল ইসলাম।
৩৩ মিনিট আগে