রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে ফিরোজ ঢালী হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রামপাল উপজেলার কাষ্টবাড়ীয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. বজলু শেখ (২৫), ইনছান শেখের ছেলে ইমরান শেখ (২২), মৃত রজ্জব আলী শেখের ছেলে এনাম শেখ (৪২), এনাম শেখের ছেলে সুমন শেখ (২১) ও জিয়া গাজীর ছেলে সাগর গাজী (২২)।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মেজর এম রিফাত বিন আসাদ ও লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে রামপালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ ঢালী হত্যা মামলার এ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে রামপালের শ্রীকলস এলাকায় ফিরোজ ঢালীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার অনুসন্ধানে জানা যায়, ফিরোজ স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের সমর্থক ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। হত্যাকারীরা সাবেক চেয়ারম্যানের প্রতিপক্ষ হওয়ায় সাবেক চেয়ারম্যানের ক্ষতি করার জন্যই তাঁকে হত্যা করা হয়।
১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ফিরোজ সাবেক ওই চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা শেষ করে সঙ্গে থাকা একই এলাকার হানিফ গাজী ও আকবর গাজীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফিরোজ। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা শ্রীকলস গ্রামের আবু সাঈদ শেখের বাড়ির সামনের পিচের রাস্তায় পৌঁছালে হত্যাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
জীবন বাঁচাতে ফিরোজ দৌড়ে পালানোর চেষ্টা করলে হত্যাকারীরা পুনরায় তাকে ধরে ধারালো ছুরি, লোহার রড, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা ফিরোজ ও তাঁর সঙ্গে থাকা হানিফকে রক্তাক্ত অবস্থায় প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববারে দুপুর আড়াইটায় ফিরোজের মৃত্যু হয়। এ ঘটনায় ফিরোজের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রামপালে ফিরোজ ঢালী হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রামপাল উপজেলার কাষ্টবাড়ীয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. বজলু শেখ (২৫), ইনছান শেখের ছেলে ইমরান শেখ (২২), মৃত রজ্জব আলী শেখের ছেলে এনাম শেখ (৪২), এনাম শেখের ছেলে সুমন শেখ (২১) ও জিয়া গাজীর ছেলে সাগর গাজী (২২)।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মেজর এম রিফাত বিন আসাদ ও লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে রামপালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ ঢালী হত্যা মামলার এ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে রামপালের শ্রীকলস এলাকায় ফিরোজ ঢালীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার অনুসন্ধানে জানা যায়, ফিরোজ স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের সমর্থক ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। হত্যাকারীরা সাবেক চেয়ারম্যানের প্রতিপক্ষ হওয়ায় সাবেক চেয়ারম্যানের ক্ষতি করার জন্যই তাঁকে হত্যা করা হয়।
১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ফিরোজ সাবেক ওই চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা শেষ করে সঙ্গে থাকা একই এলাকার হানিফ গাজী ও আকবর গাজীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফিরোজ। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা শ্রীকলস গ্রামের আবু সাঈদ শেখের বাড়ির সামনের পিচের রাস্তায় পৌঁছালে হত্যাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
জীবন বাঁচাতে ফিরোজ দৌড়ে পালানোর চেষ্টা করলে হত্যাকারীরা পুনরায় তাকে ধরে ধারালো ছুরি, লোহার রড, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা ফিরোজ ও তাঁর সঙ্গে থাকা হানিফকে রক্তাক্ত অবস্থায় প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববারে দুপুর আড়াইটায় ফিরোজের মৃত্যু হয়। এ ঘটনায় ফিরোজের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও জেলায় ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)। জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৩৭টি গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
৩ মিনিট আগেনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাটি ব্যবসায়ী আব্দুল মতিন ওরফে মাটি মতিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারীর বিরুদ্ধে।
২৭ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে।
৩৩ মিনিট আগেচেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগে