গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৫ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৪ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
২২ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
২৯ মিনিট আগে