বাড়ি থেকে বেরোনোর চার দিন পর যশোরের মনিরামপুরে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার রুপসপুর নিজের আলু খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে।
পুলিশের ধারণা, ঋণগ্রস্ত হয়ে জাহাঙ্গীর আত্মহত্যা করতে পারেন। তবে স্বজনদের দাবি, শত্রুতা করে কেউ জাহাঙ্গীরকে হত্যা করে লাশ আলু খেতে ফেলে রেখেছে।
জাহাঙ্গীর আলম রুপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর আর ফেরেননি তিনি। আশপাশে খোঁজখবর নিয়ে সন্ধান না পেয়ে শুক্রবার রাতে তাঁর বাবা মনিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ রোববার দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের আলু খেতে কাজ করতে যান তার বাবা নায়েব আলী। তখন পচা দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে খেতের মাঝখানে ছেলের গলিত লাশ দেখতে পান।
জাহাঙ্গীর আলমের প্রতিবেশী চাচা ইজ্জত আলী বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমি জাহাঙ্গীরকে আলু খেতে কাঁচি হাতে বসে থাকতে দেখেছি। তখন তাকে বাড়ি আসতে অনুরোধ করেছিলাম। ও বলেছিল পরে যাব।’
স্থানীয় ইউপি সদস্য আবু তালেব বলেন, ‘জাহাঙ্গীর খুব ভালো ছেলে ছিল। কোনো সময় কারও সঙ্গে বিরোধে জড়ায়নি সে। বাড়ি ইটের ঘর করতে গিয়ে জাহাঙ্গীর ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, এটা আমাদের কোন ধারণায় আসছে না।’
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত মণ্ডল বলেন, ‘জাহাঙ্গীরের স্বজনরা বলছেন, বাড়ি করতে গিয়ে ঋণী হওয়ায় তিনি কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকে জাহাঙ্গীর আলম বিষপানে আত্মহত্যা করেছেন।’
এসআই সঞ্জিত মণ্ডল বলেন, ‘স্বজনরা বিভিন্ন রকম কথা বলছেন। গত বৃহস্পতিবার বিকেলে আলু খেতের পাশে রাস্তায় আল আমিন নামে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে নিয়ে স্বজনরা সন্দেহ করছেন। আমরা আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’
এ ব্যাপারে জানতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
বাড়ি থেকে বেরোনোর চার দিন পর যশোরের মনিরামপুরে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার রুপসপুর নিজের আলু খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে।
পুলিশের ধারণা, ঋণগ্রস্ত হয়ে জাহাঙ্গীর আত্মহত্যা করতে পারেন। তবে স্বজনদের দাবি, শত্রুতা করে কেউ জাহাঙ্গীরকে হত্যা করে লাশ আলু খেতে ফেলে রেখেছে।
জাহাঙ্গীর আলম রুপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর আর ফেরেননি তিনি। আশপাশে খোঁজখবর নিয়ে সন্ধান না পেয়ে শুক্রবার রাতে তাঁর বাবা মনিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ রোববার দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের আলু খেতে কাজ করতে যান তার বাবা নায়েব আলী। তখন পচা দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে খেতের মাঝখানে ছেলের গলিত লাশ দেখতে পান।
জাহাঙ্গীর আলমের প্রতিবেশী চাচা ইজ্জত আলী বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমি জাহাঙ্গীরকে আলু খেতে কাঁচি হাতে বসে থাকতে দেখেছি। তখন তাকে বাড়ি আসতে অনুরোধ করেছিলাম। ও বলেছিল পরে যাব।’
স্থানীয় ইউপি সদস্য আবু তালেব বলেন, ‘জাহাঙ্গীর খুব ভালো ছেলে ছিল। কোনো সময় কারও সঙ্গে বিরোধে জড়ায়নি সে। বাড়ি ইটের ঘর করতে গিয়ে জাহাঙ্গীর ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, এটা আমাদের কোন ধারণায় আসছে না।’
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত মণ্ডল বলেন, ‘জাহাঙ্গীরের স্বজনরা বলছেন, বাড়ি করতে গিয়ে ঋণী হওয়ায় তিনি কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকে জাহাঙ্গীর আলম বিষপানে আত্মহত্যা করেছেন।’
এসআই সঞ্জিত মণ্ডল বলেন, ‘স্বজনরা বিভিন্ন রকম কথা বলছেন। গত বৃহস্পতিবার বিকেলে আলু খেতের পাশে রাস্তায় আল আমিন নামে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে নিয়ে স্বজনরা সন্দেহ করছেন। আমরা আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’
এ ব্যাপারে জানতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছেন। আরো প্রায় অর্ধশত আহত ও দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকের জীবন শঙ্কায় রয়েছে।
৩ মিনিট আগেনওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং
১০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।
১৫ মিনিট আগে