Ajker Patrika

অন্তর্বর্তীকালীন সরকারের অর্পিত দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি: বিমান বাহিনীর প্রধান

যশোর প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪: ৪১
অন্তর্বর্তীকালীন সরকারের অর্পিত দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি: বিমান বাহিনীর প্রধান

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, সীমিত জনবল নিয়ে বিমান বাহিনী দেশের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অর্পিত দায়িত্ব পালনের জন্যও প্রস্তুত আছেন তাঁরা। আজ বুধবার সকালে যশোর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেন, ‘দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত আছি।’

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমানবাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারির সঙ্গে পালন করছেন বিমান সেনারা। তাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমানবন্দরের সব ফ্লাইট সময়মতো ওঠানামাসহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমানবন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদের দায়িত্বশীলেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত