Ajker Patrika

মাঠ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৬: ১০
Thumbnail image

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় চাষিদের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, নিহত যুবকের নাম জীবন (১৯)। তিনি দহকুলার বাজারপাড়ার এলাকার শুকুর আলীর ছেলে।

নিহত যুবক জীবনের মামা রুহুল আমিন বলেন, ‘জীবন খুব ভালো ছেলে ছিল। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। গতবার দহকুলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল বুধবার সন্ধ্যায় সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরে না এলে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হয়। পরে সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেখি মাঠে মোটরসাইকেলের পাশে জীবনের মরদেহ পড়ে রয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, জীবন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার জন্য পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত