Ajker Patrika

স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা, খালু গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩৪
স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা, খালু গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ভারতে পাচারের সময় হাবিবুর রহমান নামে এক পাচারকারীকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। যশোরের মনিরামপুর উপজেলায় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এরপর ওই কিশোরীর মা বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। 

জানা গেছে, হাবিবুর উপজেলার কিসমত চাকলা গ্রামের ওয়াজেদ গায়েনের ছেলে। তিনি সম্পর্কে কিশোরীর খালু। মাত্র ১৬ হাজার টাকায় ওই কিশোরীকে দালালের হাতে তুলে দেন হাবিবুর।

মামলার বাদী জানান, তাঁর স্বামী দিনমজুর। তাঁরা পারখাজুরা আশ্রয়ণ পল্লিতে থাকেন। গত শুক্রবার বিকেলে তাঁর বোনজামাই হাবিবুর তাঁদের পল্লিতে আসেন। এরপর হাবিবুর তাঁর মেয়েকে বোরকা কিনে দেওয়ার কথা বলে স্থানীয় কাঁঠালতলা বাজারে নিয়ে যান। ভালো বোরকা না পাওয়ার অজুহাত দিয়ে পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঝিকরগাছার বাঁকড়ার উদ্দেশে রওনা দেন হাবিবুর। 

পরে বাঁকড়া বাজারে না নিয়ে পাশের মুকুন্দুপুর মহিলা মাদ্রাসার সামনে নিয়ে যান। সেখানে সিএনজি নিয়ে দাঁড়িয়ে ছিল দুই দালাল। তখন তাঁদের কথায় সন্দেহ হলে তাঁর মেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে হাবিবুরকে আটক করে পুলিশে দেয়। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি জানান, ১৬ হাজার টাকায় কলারোয়া এলাকার পাকুড়িয়া গ্রামের কবির হোসেনের কাছে স্কুলছাত্রীকে বেঁচে দেয় হাবিবুর। বিকেলে বাড়ি থেকে নিয়ে কিছু দূর যাওয়ার পর ঝিকরগাছার মুকুন্দুপুর এলাকায় দালাল কবির ও তাঁর স্ত্রী মনোয়ারা হাবিবুরের সঙ্গে যুক্ত হন। সেখানে তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে কান্নাকাটি শুরু করে মেয়েটি। কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা বাঁকড়া ফাঁড়িতে খবর দিলে পুলিশ হাবিবুরকে আটক করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে হেফাজতে নেয়। 

ওসি বলেন, ‘লোকজন জড়ো হতে দেখে কবির ও তাঁর স্ত্রী পালিয়ে যান। রাতে বাঁকড়া পুলিশ আমাদের খবর দিলে পুলিশ পাঠিয়ে ওদের থানায় নিয়ে আসি। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেছেন। শনিবার দুপুরে হাবিবুরকে আদালতে হাজির করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত