গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
তেলের দাম, মজুরি খরচ ও সারের দাম বাড়ায় এমনিতেই বিপাকে কৃষক। এরই মধ্যে আবার মেহেরপুরের গাংনীতে আমন খেতে দেখা দিয়েছে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। আমনচাষিরা জানিয়েছেন, বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। যদি এখনই মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দমন করা না যায়, তাহলে আমনের ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন খেতে গিয়ে দেখা গেছে মাজরা পোকা ও গোড়া পচা রোগে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
বেরের মাঠ এলাকার আমনচাষি মো. উকলুচ আলী বলেন, ধান বড় হচ্ছে না। মনে হচ্ছে বসে যাচ্ছে। তাই লবণ ব্যবহার করছি। তা ছাড়া মাজরা পোকায় ধানের বাইল কেটে দিচ্ছে ও গোড়া পচে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তাই দিশা না পেয়ে জমিতে লবণ দিয়েছি।
বামন্দীর মাঠ এলাকার আমনচাষি আলফাজ উদ্দিন বলেন, ‘আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই ধানের এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করায় পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর না করা যায় তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।’
দেবীপুর-তেরাইল এলাকার কৃষক মোফাজ্জেল হক বলেন, আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন একটা কাজ হচ্ছে না। ধান লাল হয়ে যাচ্ছে।
অপর আমনচাষি মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, পুরো মাঠের ধানে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ হয়েছে। তা ছাড়া বৃষ্টি কম হওয়ায় ধান কম বাড়ছে। ধান পরিপূর্ণ পানি পেলে পোকার আক্রমণ কমে যাবে আর ধান বাড়তেও থাকবে।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা হয়েছে ১৪ হাজার ৩০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে চাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার পূর্ণবয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমির ১০০ মিটারের মধ্যে ১০-১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি অথবা এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
তেলের দাম, মজুরি খরচ ও সারের দাম বাড়ায় এমনিতেই বিপাকে কৃষক। এরই মধ্যে আবার মেহেরপুরের গাংনীতে আমন খেতে দেখা দিয়েছে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। আমনচাষিরা জানিয়েছেন, বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। যদি এখনই মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দমন করা না যায়, তাহলে আমনের ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন খেতে গিয়ে দেখা গেছে মাজরা পোকা ও গোড়া পচা রোগে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
বেরের মাঠ এলাকার আমনচাষি মো. উকলুচ আলী বলেন, ধান বড় হচ্ছে না। মনে হচ্ছে বসে যাচ্ছে। তাই লবণ ব্যবহার করছি। তা ছাড়া মাজরা পোকায় ধানের বাইল কেটে দিচ্ছে ও গোড়া পচে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তাই দিশা না পেয়ে জমিতে লবণ দিয়েছি।
বামন্দীর মাঠ এলাকার আমনচাষি আলফাজ উদ্দিন বলেন, ‘আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই ধানের এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করায় পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর না করা যায় তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।’
দেবীপুর-তেরাইল এলাকার কৃষক মোফাজ্জেল হক বলেন, আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন একটা কাজ হচ্ছে না। ধান লাল হয়ে যাচ্ছে।
অপর আমনচাষি মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, পুরো মাঠের ধানে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ হয়েছে। তা ছাড়া বৃষ্টি কম হওয়ায় ধান কম বাড়ছে। ধান পরিপূর্ণ পানি পেলে পোকার আক্রমণ কমে যাবে আর ধান বাড়তেও থাকবে।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা হয়েছে ১৪ হাজার ৩০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে চাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার পূর্ণবয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমির ১০০ মিটারের মধ্যে ১০-১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি অথবা এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
৭ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
১২ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১৬ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
৩১ মিনিট আগে