Ajker Patrika

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

আপডেট : ০৬ মে ২০২৩, ১৮: ০৬
কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ভারতের নাগরিক নাসির শেখকে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ শনিবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত পাঠানো হয়। 

নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মণপাড়া গ্রামের ছাত্তার আলির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারির মাসে অবৈধ পথে মুজিবনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন নাসির শেখ। পরে মুজিবনগর থানা-পুলিশ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে মেহেরপুরে আদালতে পাঠালে দেশের প্রচলিত আইন অনুযায়ী দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।’

ওসি আরও বলেন, সাজার মেয়াদ শেষ হলে আজ (শনিবার) তাঁকে দর্শনা সীমান্তে বিজিবি চেকপোস্ট কমান্ডার আব্দুল জলিল ও বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার গোপাল চন্দ্র দের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত