Ajker Patrika

প্রকাশ্যে ধূমপান করায় ৫ জনকে জরিমানা

আপডেট : ১৪ মে ২০২৩, ২২: ৩৮
প্রকাশ্যে ধূমপান করায় ৫ জনকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৫০ টাকা করে ৫ জনকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, আজ জীবননগরের বাজানর থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এ সময় প্রকাশ্যে ধূমপান করায় অপরাধে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে ২৫০ টাকা জরিমানা করেন। এ ছাড়া তাদের প্রকাশ্যে ধূমপান না করতে সতর্ক করা হয়। 

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আজকের পত্রিকাকে বলেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একজন ব্যক্তি যদি প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে তার আশপাশের লোকজনেরও ক্ষতি হয়। এ জন্য প্রকাশ্যে কেউ ধূমপান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত