Ajker Patrika

বৃষ্টি না হওয়ায় আমের গুটি ঝরে পড়ার আশঙ্কা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ৪৯
বৃষ্টি না হওয়ায় আমের গুটি ঝরে পড়ার আশঙ্কা

সাতক্ষীরার কালীগঞ্জে গাছে গাছে আমের গুটি শোভা পেলেও বৃষ্টি না হওয়ায় চিন্তায় পড়েছেনের বাগান মালিক ও ব্যবসায়ীরা। সেই সঙ্গে দেখা দিয়েছে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। আম বিশেষ অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় আম ব্যবসায়ীদের মুখে রয়েছে চিন্তার ছাপ।

উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর, চাম্পাফুল, মৌতলা, রতনপুর, মথুরেশপুর, নলতা, তারালীসহ বেশ কয়েকটি ইউনিয়নের আমবাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে বের হওয়া আমের গুটি বড় হচ্ছে। তবে বৃষ্টি না হওয়ায় আমের গুটির স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় গুটি ঝরে পড়ছে, যা আমচাষিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাইফুল ইসলাম নামে এক আমচাষি বলেন, এ বছর নতুন গাছগুলোতে আমের গুটি মোটামুটি এসেছে। কিন্তু পুরোনো গাছগুলোতে মুকুল নেই বললেই চলে। যেসব গাছে গুটি ধরেছে, সেগুলোও বৃষ্টি না হওয়ার কারণে ঝরে পড়ছে। যদি এ বছর বৃষ্টি না হয়, তাহলে আমের সব গুটি ঝরে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, এখন পর্যন্ত গাছ ও আমের অবস্থা ভালো আছে। গাছগুলোতে যতটুকু মুকুল ছিল এবং আমের গুটি এসেছে, তা চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে। তবে ভালো ফলনের জন্য বৃষ্টি হওয়াটা জরুরি। বৃষ্টি না হলে আম উৎপাদন ব্যাহত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত