ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় অটোরিকশার ধাক্কায় শেফালী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শেফালী চণ্ডীপুর পশ্চিমপাড়ার আরশেদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চণ্ডীপুর পশ্চিমপাড়ায় বাড়ির সামনের রাস্তায় মায়ের সঙ্গে মেয়ে শেফালী (৫) দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে যায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এলাকার ইউপি সদস্য মো. শান্তি জানান, মায়ের হাত ধরে শেফালী দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তার ওপর চলে যায়। সে সময় রাস্তা দিয়ে চলন্ত অটোরিকশার ধাক্কা লেগে ছিটকে পড়ে শেফালী। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। শিশুকন্যা শেফালীর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ভেড়ামারায় অটোরিকশার ধাক্কায় শেফালী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শেফালী চণ্ডীপুর পশ্চিমপাড়ার আরশেদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চণ্ডীপুর পশ্চিমপাড়ায় বাড়ির সামনের রাস্তায় মায়ের সঙ্গে মেয়ে শেফালী (৫) দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে যায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এলাকার ইউপি সদস্য মো. শান্তি জানান, মায়ের হাত ধরে শেফালী দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তার ওপর চলে যায়। সে সময় রাস্তা দিয়ে চলন্ত অটোরিকশার ধাক্কা লেগে ছিটকে পড়ে শেফালী। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। শিশুকন্যা শেফালীর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে তরিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে রাস্তায় আটকে মারধরের পর অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, পরিচালক,
৭ মিনিট আগে৫০০ কর্মীর সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার (৩ মে) সকালে খিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত জখম মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঘাতক স্বামীকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগে