যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (৩০ কেজি) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে মিজানুর রহমান ও বিল্লাল হোসেন নামে দুজনের নাম জানা গেছে।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১, ২ ও ৩) ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, ‘আমার স্বামী জাহিদুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক। ঢাকুরিয়া বাজারে আমাদের গুদামঘর। বুধবার আমরা ৪৯৯ জনের চাল তুলে গুদাম ঘরে রেখেছি। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চাল বিতরণ করতে চেয়েছিলাম। তার আগে সকাল ৭টা থেকে বিএনপির লোকজন চাল বিতরণের বিরুদ্ধে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে এসি ল্যান্ড ঘটনাস্থলে আসেন। এ অবস্থায় আর চাল বিতরণ করা হয়নি।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তার কথা ভেবে পরিবেশক জাহিদুল ইসলাম নিজের গুদামে চাল না রেখে ঢাকুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিএনপি–সমর্থিত ইসরাফিল হোসেনের গুদামে চাল রাখেন। এই নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপক্ষ চাল বিতরণের পক্ষে ও অপরপক্ষ চাল বিতরণের বিপক্ষে অবস্থান নেয়। পরে মারামারি হলে চাল নিতে আসা উপকারভোগীরা খালি হাতে ফিরে গেছেন।
ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইসরাফিল আমার গ্রুপের। বৃহস্পতিবার সকালে চাল বিতরণের প্রস্তুতি নিলে দলের অন্য গ্রুপের লোকজন ঢাকুরিয়া বাজারে চাল বিতরণের বিপক্ষে মিছিল বের করে। পরে চাল নিতে আসা লোকজনসহ আমার গ্রুপের লোকজন ওদের বিপক্ষে মিছিল করতে গেলে ওই পক্ষ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এতে আমাদের দলেরই চার-পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে আমার গ্রুপের দুজন আছেন।’
মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘পরিবেশক নিরাপত্তার কথা ভেবে আমাদের সঙ্গে কথা বলে সেপ্টেম্বর মাসের চাল তুলে ঢাকুরিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদকের ঘরে তোলেন। বিএনপির দুই গ্রুপের মারামারি হওয়াতে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই-এক দিন পরে চাল বিতরণ করতে বলা হয়েছে।’
মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমি ঘটনাস্থলে গিয়েছি। চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। চাল সরিয়ে পরিবেশকের নিজের গুদামে রাখতে বলা হয়েছে।’
যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (৩০ কেজি) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে মিজানুর রহমান ও বিল্লাল হোসেন নামে দুজনের নাম জানা গেছে।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১, ২ ও ৩) ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, ‘আমার স্বামী জাহিদুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক। ঢাকুরিয়া বাজারে আমাদের গুদামঘর। বুধবার আমরা ৪৯৯ জনের চাল তুলে গুদাম ঘরে রেখেছি। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চাল বিতরণ করতে চেয়েছিলাম। তার আগে সকাল ৭টা থেকে বিএনপির লোকজন চাল বিতরণের বিরুদ্ধে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে এসি ল্যান্ড ঘটনাস্থলে আসেন। এ অবস্থায় আর চাল বিতরণ করা হয়নি।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তার কথা ভেবে পরিবেশক জাহিদুল ইসলাম নিজের গুদামে চাল না রেখে ঢাকুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিএনপি–সমর্থিত ইসরাফিল হোসেনের গুদামে চাল রাখেন। এই নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপক্ষ চাল বিতরণের পক্ষে ও অপরপক্ষ চাল বিতরণের বিপক্ষে অবস্থান নেয়। পরে মারামারি হলে চাল নিতে আসা উপকারভোগীরা খালি হাতে ফিরে গেছেন।
ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইসরাফিল আমার গ্রুপের। বৃহস্পতিবার সকালে চাল বিতরণের প্রস্তুতি নিলে দলের অন্য গ্রুপের লোকজন ঢাকুরিয়া বাজারে চাল বিতরণের বিপক্ষে মিছিল বের করে। পরে চাল নিতে আসা লোকজনসহ আমার গ্রুপের লোকজন ওদের বিপক্ষে মিছিল করতে গেলে ওই পক্ষ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এতে আমাদের দলেরই চার-পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে আমার গ্রুপের দুজন আছেন।’
মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘পরিবেশক নিরাপত্তার কথা ভেবে আমাদের সঙ্গে কথা বলে সেপ্টেম্বর মাসের চাল তুলে ঢাকুরিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদকের ঘরে তোলেন। বিএনপির দুই গ্রুপের মারামারি হওয়াতে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই-এক দিন পরে চাল বিতরণ করতে বলা হয়েছে।’
মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমি ঘটনাস্থলে গিয়েছি। চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। চাল সরিয়ে পরিবেশকের নিজের গুদামে রাখতে বলা হয়েছে।’
এবার ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২১ মেগ
৯ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
১ ঘণ্টা আগেচাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
২ ঘণ্টা আগে