Ajker Patrika

মায়ের সঙ্গে হাঁটছিল শিশু, বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ১৪: ৪৬
মায়ের সঙ্গে হাঁটছিল শিশু, বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল

বাগেরহাটের রামপালে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে ও পাশের শ্রীফলতলা কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে মায়ের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য হেঁটে রামপালের দিকে যাচ্ছিল শিশুটি। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির পিকআপ শিশুটিকে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যান। গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) বিধান বিশ্বাস জানান, এ খবর পেয়ে রামপাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পিকআপটি জব্দ করা হয়। চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত