কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে নৌকায় পিকনিক করতে গিয়ে নাচানাচির একপর্যায়ে নদীতে পড়ে শুভ ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার ২২ ঘণ্টা পরেও নদীতে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ আগস্ট) সন্ধা ৬টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কসংলগ্ন গড়াই নদে ওই যুবক পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে এলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদে এ উদ্ধার অভিযান চালাচ্ছেন।
কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে নৌকায় পিকনিক করতে গিয়ে নাচানাচির একপর্যায়ে নদীতে পড়ে শুভ ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার ২২ ঘণ্টা পরেও নদীতে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ আগস্ট) সন্ধা ৬টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কসংলগ্ন গড়াই নদে ওই যুবক পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে এলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদে এ উদ্ধার অভিযান চালাচ্ছেন।
পাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পাওনাদারদের ভয়ে আত্মগোপনে থাকা রহিমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগেবর্গা নেওয়া ২৪ শতক জমিতে দুই শতাধিক পেঁপেগাছ লাগিয়েছিলেন কৃষক আনোয়ারুল হোসেন (৩৯)। গাছে পেঁপেও ধরেছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে সেগুলো বাজারজাত করে ঋণের টাকা পরিশোধ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন তাঁর ধূলিসাৎ হয়ে গেছে।
২০ মিনিট আগেরাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (৯ মে) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘প্রত্যেক মানুষরে কইছি। কইতে কইতে ক্লান্ত হইয়া গেছি। কিন্তু কেউ একবারের জন্যও আমাকে হেল্প করতে আসে নাই। ধর্ষণের শাস্তি তো মৃত্যুই হয়। এইটাও ভুইলা গেছিলি। এখন আমারে সবাই খারাপ বলবে। পুরো দুনিয়া আমাকে খারাপ বলবে। কিন্তু কেয়ার করি না।
৩৬ মিনিট আগে