Ajker Patrika

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁরা মারা যান। মৃতদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগী ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬৮ জন। 

আজ শুক্রবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেন। 

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ২ শতাংশ। হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৭৯ জন আর উপসর্গ নিয়ে ৫৭ জনসহ মোট ২৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে আরোগ্য লাভ করেছেন ১৮৯ জন। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, ঈদ ঘিরে লকডাউন শিথিল করায় মানুষে মানুষে সম্পৃক্ততা বেড়েছে। এ কারণে আবার করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বে উঠতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত