Ajker Patrika

খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

খুবি প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৭: ০৩
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের সব ডিসিপ্লিনের স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়।

শিক্ষার্থীরা তার আগেই ক্যাম্পাসে উপস্থিত হন। অনেক নবীনের সঙ্গে অভিভাবকদেরও দেখা গেছে। 

প্রথম দিনে সৌন্দর্যের মাত্রাটা বেড়ে যায় নবীন শিক্ষার্থীদের পদচারণে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা দেখে উৎফুল্লিত হন শিক্ষার্থীরা। নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে গল্প-আড্ডায় মেতে ওঠেন তাঁরা। 

ক্যাম্পাসের চারদিকে নবীনদের আগমনে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটা চত্বরে। তাঁদের পদচারণে প্রাণের উচ্ছ্বাস বইছে বাতাসে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাঁদের চোখে-মুখে ছিল অন্য রকম উচ্ছ্বাস। 

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর করিডর, গোলপাতার ছাউনিতে তৈরি নতুন ক্যাফেটেরিয়া, শহীদ মিনার, মুক্তমঞ্চ, অদম্য বাংলার পাদদেশ, তপনের দোকান, সবুজ বৃক্ষের ছায়ায় শিক্ষার্থীদের পদচারণ দেখে মনে হয় এ যেন এক মিলনমেলা। ক্যাম্পাসের প্রতিটি আড্ডাস্থলে পুরোনোদের পাশাপাশি আলো ছড়িয়েছেন নবীন মুখগুলো। 

খুবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার দুই দিনের মধ্যে ক্লাস শুরু হয়েছে। এটা এক অন্য রকম অনুভূতি। নবীন শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তারা যেন কোনো একাডেমিক ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দ্রুত ক্লাস শুরু হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘নবীন শিক্ষার্থীরা যাতে কোনো রকম হয়রানিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে র‍্যাঙ্কিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।’ 

উপাচার্য স্বল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করায় বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের জন্য একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে শুরু হওয়া ক্লাস চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) চলবে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

জরিমানাসহ কোর্স রেজিস্ট্রেশন চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। পিএল (পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি) ১২ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা গ্রহণ ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত