Ajker Patrika

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৩

প্রতিনিধি, খুলনা
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৩

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬৯ জনের। আক্রান্ত হয়েছেন ৯২ হাজর ৩৬১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও কুষ্টিয়ায় সর্বোচ্চ ৮ জন করে মারা গেছেন। এ ছাড়া যশোরে ৭ জন; ঝিনাইদহে ৫ জন; চুয়াডাঙ্গায় ২ জন; বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে ১ জন করে মারা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৩১ জনের। মারা গেছেন ৬২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৯ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৪১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৮ জন। সাতক্ষীরায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৩১ জন। ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৩১ জনের। মোট মারা গেছেন ৩৪১ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮ জনের। মারা গেছেন ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৮ জন। মাগুরায় নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৮ জনের। মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৮৮ জনের। মোট মারা গেছেন ১৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৯৭ জনের। মারা গেছেন মোট ৫৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৫ জন। চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৫ হাজার ৯৯৪ জনের। মারা গেছেন ১৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০৩ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৫১ জন। মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত