Ajker Patrika

আগুনে নিঃস্ব ছকিনার ঠাঁই খোলা আকাশের নিচে

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আগুনে নিঃস্ব ছকিনার ঠাঁই খোলা আকাশের নিচে

আগুনে ঘর, গোয়ালসহ পুড়ে গেছে রান্না ঘর। দগ্ধ হয়ে মারা গেছে গর্ভবতী একটি গাভি ও ছাগল। নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে যশোরের কেশবপুরে মূলগ্রামের জামাই পাড়ার ছকিনা খাতুনের।

আজ শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় বাড়ির আঙিনায় প্লাস্টিকের বস্তা টানিয়ে খোলা আকাশের নিচে থাকছেন দিনমজুর ছকিনার পরিবার।

ছকিনার স্বামী সিদ্দিকুর রহমান বলেন, রাত প্রায় ১০টার দিকে গোয়াল ঘরের সাজাল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে টিনের ছাউনির ঘর, গোয়ালসহ রান্নাঘরসহ পুড়ে গেছে। এ সময় গোয়ালে থাকা ৮ মাসের গর্ভবতী একটি গাভি ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘কিনার বোনের ছেলে আলামিনকে বিদেশে পাঠানোর জন্য ঘরে রাখা নগদ টাকাও পুড়ে গেছে। আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।’

কেশবপুরে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে ছকিনা খাতুন। ছবিতে শূন্য বসতভিটায় দাঁড়িয়ে আছে তাঁর বোন হাসিনা খাতুনছকিনার বোন হাসিনা খাতুন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমার বোন নিঃস্ব হয়ে গেছে। সারা রাত তাঁদের পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। সবকিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বোন ছকিনা।’

কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার খবরে টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারিভাবে ওই পরিবার যেন সহযোগিতা পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত