Ajker Patrika

ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনায় আইনগত কোনো বাধা নেই: আইনমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনায় আইনগত কোনো বাধা নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনায় আইনগত কোনো বাধা নেই। নির্বাচনকালীন মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা হয়েছে। সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্যই এসব গাড়ি কেনা হয়।

আজ বৃহস্পতিবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

আনিসুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরকার গুরুত্ব দিচ্ছে। আর এ কারনেই গাড়িগুলো কেনা হচ্ছে। 

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সংবিধানে যা নেই সেটি সরকার করবে কেন? এ নিয়ে কোনো দল আন্দোলন করলে তা সাংবিধানিক চাওয়াটা হলো না। 

মন্ত্রী বলেন, শেখ হাসিনা চান সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। সেখানে কোনো দল নির্বাচনে আসবে কি না সেটা তাদের নিজস্ব বিষয়। এখানে সরকারের কিছু করার নেই। সরকার সংবিধানের বাইরে কোনো কিছু মেনে নিয়ে নির্বাচন করবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত