Ajker Patrika

বেনাপোল বন্দরে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে অর্থদণ্ড প্রদান

প্রতিনিধি
বেনাপোল বন্দরে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে অর্থদণ্ড প্রদান

শার্শা (যশোর): বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রির অভিযোগে পাঁচজনকে আট হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেশের সাতটি জেলার সীমান্তকে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি লকডাউনের আওতায় আনতে সুপারিশ করেছে। এর মধ্যে যশোরের বেনাপোল সীমান্ত অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় ট্রাক চালকদের মাধ্যমে যাতে কোনভাবে দেশে করোনা সংক্রমণ না ছড়ায় এ জন্য বন্দর এলাকার ব্যবসায়ীদের বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে। কিন্তু তারা কর্ণপাত না করে ভারতীয় ট্রাক চালকদের কাছে পণ্য বেচাকেনা ও মাস্ক ছাড়া তাঁদের সঙ্গে কথা বার্তা বলছিলেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়কে এক মুদি দোকানদার, এক সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য ও তিনজন খাবার হোটেল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, এ অভিযান পরিচালনা করেছেন শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি।

অভিযানকালে যশোরের নাভরণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত