Ajker Patrika

ভেড়ামারা থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে এই চুরি হয়। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে।

ভেড়ামারা থানা সূত্র জানায়, কর্তব্যরত থানা-পুলিশ নিয়মিত থানার ভেতরের গ্যারেজে মোটরসাইকেল রাখেন। সেখান থেকেই ভেড়ামারা থানা-পুলিশের এএসআই আল আমীন, পুলিশ কনস্টেবল মাসুদ এবং সোহেলের ১৫০ সিসি ৩টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে। অথচ পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। থানা কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই চিন্তার বিষয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে অভিযান শুরু করেছে। দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত