Ajker Patrika

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লি নিহত

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লি নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় শুকুর হালসানা (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জীবননগর-চ্যাংখালী সড়কের গোয়ালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

শুকুর হালসানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সাত্তার হালসানার ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। 

ওসি জাবীদ হাসান জানান, আজ ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে গিয়েছিলেন শুকুর হালসানা। নামাজ শেষে ভোর সাড়ে ৫টার দিকে তিনি জীবননগর-চ্যাংখালীর দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

জীবননগর থানা সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনার বিষয়ে শুকুর হালসানার পরিবার কোনো অভিযোগ করেনি। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত