Ajker Patrika

প্রতিবন্ধী নারীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও

প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা) 
প্রতিবন্ধী নারীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও

'শুনেছেন আমি আপনাদের ইউএনও। আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনাকে আর কষ্টে থাকতে হবে না। এতটুকুই করতে পারলাম। বিনিময়ে শুধু দোয়া করবেন।' 

আজ সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে প্রতিবন্ধী অসহায় লক্ষ্মী রানির বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়ে এসব কথা বলেন মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল। তিনি লক্ষ্মী রানির খোঁজ খবর নেন। লক্ষ্মী রানিকে একটি ঘর নির্মাণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি ও বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন। 

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পারি। অসহায় প্রতিবন্ধী লক্ষ্মী রানি দ্রুতই ঘর পাবেন। 

উল্লেখ্য, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রুই-ফলোশিয়া গ্রামে মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী লক্ষ্মী রানি। তিনি পেশায় একজন জেলে। লকডাউনে তাঁর আয়-রোজগার বন্ধ হয়ে যায়। খবর পেয়েই অসহায় প্রতিবন্ধী লক্ষ্মী রানিকে দেখতে ছুটে যান ইউএনও। প্রতিবন্ধী লক্ষ্মী রানি সরকারি রঙিন ঘর পেতে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত