Ajker Patrika

চুয়াডাঙ্গায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে নাজমুল হোসেন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়দি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী (৩৬) একই এলাকার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে। 

আহত রিপন আলী বলেন, ‘সকালে নাজমুলের আলমসাধুযোগে ভুট্টা নিয়ে বিক্রির জন্য ডিঙ্গেদহ বাজারে গিয়েছিলাম। ভুট্টা বিক্রি শেষে ফেরার পথে জাফরপুর মোড়ে পৌঁছালে নাজমুল তাঁর আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিপন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’ 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আলমসাধুর একজন আরোহী গুরুতর জখম হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত