চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চারদিকে থই থই পানি। মাঝে দাঁড়িয়ে আছে জীর্ণ কুঁড়েঘর। ঘরের সামনে স্যাঁতসেঁতে উঠান। উঠানে বসে মা মা বলে ডাকছে তিন বছরের শিশু নয়ন। পাশে বসা ১১ মাসের সুমি। দুধের জন্য কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে থেমে গেছে। এগারো বছর বয়সের সজল ও সাত বছরের স্বর্ণালি ছোট দুই ভাই-বোনকে সামলে রাখার চেষ্টা করছে। দুই শিশু তাদের চেয়ে কচি দুই শিশুকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের রুইয়ারকুল গ্রামে গেলে দূর থেকে এ দৃশ্য চোখে পড়ে। কাছে গিয়ে জানা গেল এই চার শিশুর করুণ কাহিনি!
এগারো বছরের সজল ব্রহ্ম জানায়, এই ঝুপড়ি ঘরে তাদের বাস। বাবা সুদাস ব্রহ্ম (৩৬) দিনমজুর। মা ঝর্ণা বিশ্বাস (৩০) দীর্ঘদিন ক্যানসারে ভুগে মাস দেড়েক আগে মারা গেছেন। সেই থেকে দুধের বাচ্চা সুমি ব্রহ্ম প্রায়ই ক্ষুধায় অথবা দুধের নেশায় ছটফট করে। ছোট ভাই নয়ন ব্রহ্ম সব সময় মায়ের জন্য কান্নাকাটি করে। বাবার হাতে কাজ থাকলে চুলা জ্বলে না। তাই দৈনিক সকালে বাবা বেরিয়ে যান রুজির সন্ধানে। এরপর তিন ভাইবোনকে সামলানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সজল রুইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আর স্বর্ণালি একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির। মা মারা যাওয়ার পর দুজনেরই লেখাপড়া বন্ধ।
কাজ থেকে ফেরার পর কথা হয় সুদাস ব্রহ্মর সঙ্গে। তিনি বলেন, ‘সহায় সম্বল বলতে আমার তিন শতক জমি। তার আবার চারদিকে থই থই পানি। ধার-দেনা করে স্ত্রীর চিকিৎসা করিয়েছি। এখন ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে মহাবিপাকে আছি। বর্তমানে দুর্মূল্যের বাজারে শ্রম বেচে যা আয় হয় তা দিয়ে চাল, ডাল ও নুন কিনতেই সব শেষ হয়ে যায়। ছোট্ট শিশুর দামি দুধ কিনব কীভাবে!’
রুইয়ারকুল গ্রামের প্রবীণ ব্যক্তি দুলাল ব্রহ্ম ও নিরুপমা ব্রহ্ম জানান, মা মারা যাওয়ায় সন্তানগুলো দেখার মতো আর লোক নেই। সেই সঙ্গে নিত্যদিনের অভাব। ওদের বেঁচে থাকাই কঠিন। ওদের এখন সরকারি-বেসরকারি ভাবে আর্থিক সাহায্যের দরকার।
এই অসহায় শিশুগুলোর দুরবস্থার কথা জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই ব্যক্তি আবেদন করলে তাঁকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।
চারদিকে থই থই পানি। মাঝে দাঁড়িয়ে আছে জীর্ণ কুঁড়েঘর। ঘরের সামনে স্যাঁতসেঁতে উঠান। উঠানে বসে মা মা বলে ডাকছে তিন বছরের শিশু নয়ন। পাশে বসা ১১ মাসের সুমি। দুধের জন্য কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে থেমে গেছে। এগারো বছর বয়সের সজল ও সাত বছরের স্বর্ণালি ছোট দুই ভাই-বোনকে সামলে রাখার চেষ্টা করছে। দুই শিশু তাদের চেয়ে কচি দুই শিশুকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের রুইয়ারকুল গ্রামে গেলে দূর থেকে এ দৃশ্য চোখে পড়ে। কাছে গিয়ে জানা গেল এই চার শিশুর করুণ কাহিনি!
এগারো বছরের সজল ব্রহ্ম জানায়, এই ঝুপড়ি ঘরে তাদের বাস। বাবা সুদাস ব্রহ্ম (৩৬) দিনমজুর। মা ঝর্ণা বিশ্বাস (৩০) দীর্ঘদিন ক্যানসারে ভুগে মাস দেড়েক আগে মারা গেছেন। সেই থেকে দুধের বাচ্চা সুমি ব্রহ্ম প্রায়ই ক্ষুধায় অথবা দুধের নেশায় ছটফট করে। ছোট ভাই নয়ন ব্রহ্ম সব সময় মায়ের জন্য কান্নাকাটি করে। বাবার হাতে কাজ থাকলে চুলা জ্বলে না। তাই দৈনিক সকালে বাবা বেরিয়ে যান রুজির সন্ধানে। এরপর তিন ভাইবোনকে সামলানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সজল রুইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আর স্বর্ণালি একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির। মা মারা যাওয়ার পর দুজনেরই লেখাপড়া বন্ধ।
কাজ থেকে ফেরার পর কথা হয় সুদাস ব্রহ্মর সঙ্গে। তিনি বলেন, ‘সহায় সম্বল বলতে আমার তিন শতক জমি। তার আবার চারদিকে থই থই পানি। ধার-দেনা করে স্ত্রীর চিকিৎসা করিয়েছি। এখন ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে মহাবিপাকে আছি। বর্তমানে দুর্মূল্যের বাজারে শ্রম বেচে যা আয় হয় তা দিয়ে চাল, ডাল ও নুন কিনতেই সব শেষ হয়ে যায়। ছোট্ট শিশুর দামি দুধ কিনব কীভাবে!’
রুইয়ারকুল গ্রামের প্রবীণ ব্যক্তি দুলাল ব্রহ্ম ও নিরুপমা ব্রহ্ম জানান, মা মারা যাওয়ায় সন্তানগুলো দেখার মতো আর লোক নেই। সেই সঙ্গে নিত্যদিনের অভাব। ওদের বেঁচে থাকাই কঠিন। ওদের এখন সরকারি-বেসরকারি ভাবে আর্থিক সাহায্যের দরকার।
এই অসহায় শিশুগুলোর দুরবস্থার কথা জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই ব্যক্তি আবেদন করলে তাঁকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৯ মিনিট আগে