Ajker Patrika

শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন হচ্ছে না: মেয়র

খুলনা প্রতিনিধি
শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন হচ্ছে না: মেয়র

কয়েক দিন ধরে খুলনা মহানগরীর আলোচিত বিষয় ছিল শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন। এ নিয়ে দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছিল। এরই মধ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ শনিবার আজকের পত্রিকাকে জানিয়েছেন, নগরীর ঐতিহ্যবাহী শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন হচ্ছে না।

মেয়র আজকের পত্রিকাকে বলেন, ‘শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন হচ্ছে না। যে নাম আছে, তা-ই থাকবে। সভায় যেকোনো এজেন্ডা থাকতে পারে, যে কেউ কোনো না কোনো প্রস্তাব দিতে পারে। এজেন্ডা থাকলে কিংবা প্রস্তাব দিলে তা কার্যকর হবে বিষয়টি তা নয়। একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’

জানা যায়, আজ ৩০ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৯তম সাধারণ সভা হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এরই মধ্যে সভায় আমন্ত্রিত সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিবিধসহ ১৪টি আলোচ্যসূচি উল্লেখ করা হয়েছে। ৫ নম্বর সূচিতে উল্লেখ রয়েছে, নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করা প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

নগরীর ভৈরব নদের তীরে ৫ নম্বর ঘাট এলাকার রয়েছে প্রায় ৩০০ বছরের পুরোনো জোড়া শিবমন্দির। এই মন্দিরে যেতে মানুষ রাস্তার যে মোড়টি ব্যবহার করে, সেটিই শিববাড়ী মোড় হিসেবে পরিচিত। অর্থাৎ এই নামকরণের ইতিহাস সুপ্রাচীন। কয়েক বছর আগেও স্থানটির নাম পরিবর্তন করে বাবরী চত্বর করার দাবি জানিয়েছিল একটি পক্ষ, কিন্তু আরেক পক্ষের বিরোধিতায় সেটি সম্ভব হয়নি। আর এখন খোদ কেসিসিই নাম পরিবর্তন করার পরিকল্পনা নিয়েছে।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘একটা জায়গার নামের সঙ্গে থাকে ইতিহাস ও ঐতিহ্য। এ ছাড়া শিববাড়ী নামটির সঙ্গে স্পর্শকাতরতা ও ধর্মীয় অনুভূতি রয়েছেও। তাই একটা বিষয় প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যদের অনুভূতিতে আঘাত করা ঠিক হবে না।’

পূজা উদ্‌যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু বলেন, ‘হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনেকের মধ্যেই অসন্তোষের সৃষ্টি করেছে। তাই এ ধরনের এজেন্ডা তোলার আগে আমাদের সঙ্গে একটু কথা বললে ভালো হতো। আগামী ১২ জুন কেসিসি নির্বাচন। এখানের হিন্দু সম্প্রদায়ের আড়াই থেকে ৩ লাখ মানুষ রয়েছে। ফলে মানুষের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও প্রতিক্রিয়া হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত