Ajker Patrika

বড় মেয়ের সঙ্গে ঝগড়া, বিষপানে নারী ও শিশুর মৃত্যুর অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জের ধরে তাসলিমা তাঁর ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে হত্যা করেন এবং এরপর তিনি নিজেও বিষপান করে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। তবে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না সাবিনার। এর জের ধরে গত এক মাস মা-মেয়ের মধ্যে রাগারাগি চলছিল। আজ সকালেও সাবিনার সঙ্গে ঝগড়া করেন তাসলিমা। একপর্যায়ে বসতঘরের পাশে ধানখেতে গিয়ে তাসলিমা বেগম তাঁর আরেক এক শিশু মিতুর মুখে বিষ ঢেলে নিজেও পান করেন। এ সময় আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও তাঁদের বাঁচানো যায়নি।

স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় সাহাবুদ্দিন মাঝি তাঁর বড় মেয়ে সাবিনার বিচার চেয়েছেন। এ ঘটনায় সাবিনা আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত