Ajker Patrika

গাজীপুরে গরুচোর সন্দেহে ৪ যুবককে গণপিটুনি, নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চার যুবককে আটক করে পিটুনি দিয়েছে উত্তেজিত এলাকাবাসী। এতে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামান।

নিহত যুবকের নাম শান্ত (২১)। তিনি নরসিংদী সদরের মাধবদীর মৃত জাকের মৃধার ছেলে। আহত ব্যক্তিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের রিফাত (২৩), বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের রুবেল (৩০) ও ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল্লাহ (২৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রামচন্দ্রপুর গ্রামে চুরির উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যান নিয়ে দুষ্কৃতকারীরা প্রবেশ করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পিকআপ থেকে কয়েকজন পালিয়ে গেলেও চারজন ধরা পড়েন। এরপর উত্তেজিত গ্রামবাসী তাঁদের আটক করে পিটুনি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ শহিদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শান্তকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত