Ajker Patrika

চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। গতকাল শনিবার রাত ১১টার দিকে চিত্রা নদীর সদর উপজেলার দলজিতপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রায়হান শিকদার (১৮) উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। তিনি নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসায় কওমি বিভাগে পড়াশোনা করতেন। 

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

রায়হানের মামা মামুন জানান, গতকাল শনিবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে তাঁর বাড়ি ধোন্দা গ্রামে বেড়াতে এসেছিল রায়হান। স্থানীয় মাঠে ফুটবল খেলে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। 

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা আরও বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে রাত ১১টার দিকে দলজিতপুর নামক স্থানের চিত্রা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত