গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রচণ্ড গরম আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে রসালো সুস্বাদু লিচুর কদর বেড়ে যায়। মেহেরপুরের গাংনীর বিভিন্ন বাজারে ইতিমধ্যে আঁটি লিচু পাওয়া যাচ্ছে। বাজারে শিগগিরই ‘বোম্বাই লিচু’ পাওয়া যাবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনায়, রাস্তার পাশে ও বাগানে ঝুলছে থোকায় থোকায় লিচু। আর এসব লিচু যাতে পাখিতে নষ্ট করতে না পারে, সে জন্য গাছের সঙ্গে টিন, জাল দিয়ে রক্ষার চেষ্টা করছেন বাগানের মালিকেরা।
লিচু ব্যবসায়ীরা জানান, বাজারে উঠতে শুরু করছে রসালো ফল লিচু। আর এ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাগানমালিকদের। অনেক বাগানমালিক আগেই লিচুবাগান বিক্রি করে দিয়েছেন। কেউ কেউ এখন বিক্রি করছেন।
লিচু ক্রেতা পলাশ আহমেদ বলেন, ‘লিচু খেতে বেশ মজা। বাড়িতে ছেলেমেয়ে রয়েছে। তাই কিছু লিচু কিনলাম। যদিও দাম এখন অনেক বেশি।’
লিচুবাগানের মালিক মাসুম রেজা বলেন, ‘আমার সাড়ে ১২ বিঘা লিচুর বাগান রয়েছে। এবার লিচুর দামও ভালো। আশা করছি ভালো লাভ হবে। লিচুবাগান পাহারা দেওয়া লাগে। পাখিতে অনেক লিচু নষ্ট করে ফেলে। আর মেহেরপুরের লিচুর ভালো স্বাদ হওয়ায় এর আলাদা কদর রয়েছে।’
লিচু ব্যবসায়ী সজল আহমেদ বলেন, এখন লিচুর অনেক দাম। বাজারেও পর্যাপ্ত আঁটি লিচু পাওয়া যাচ্ছে। ৮০টি লিচু ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আশা করছি সামনের সপ্তাহ থেকে বোম্বাই লিচু বাজারে উঠবে। তখন দাম কিছুটা কমবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘এবার উপজেলায় ১২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ফলন ও দাম—দুইই ভালো পাওয়ায় চাষিরা খুশি। অন্যান্য সুস্বাদু মৌসুমি ফলের মতো লিচুরও বেশ কদর রয়েছে। বাজারে এখন পরিপক্ব লিচু পাওয়া যাচ্ছে। আশা করছি, সামনের সপ্তাহে বোম্বাই লিচু বাজারে উঠবে।’
প্রচণ্ড গরম আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে রসালো সুস্বাদু লিচুর কদর বেড়ে যায়। মেহেরপুরের গাংনীর বিভিন্ন বাজারে ইতিমধ্যে আঁটি লিচু পাওয়া যাচ্ছে। বাজারে শিগগিরই ‘বোম্বাই লিচু’ পাওয়া যাবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনায়, রাস্তার পাশে ও বাগানে ঝুলছে থোকায় থোকায় লিচু। আর এসব লিচু যাতে পাখিতে নষ্ট করতে না পারে, সে জন্য গাছের সঙ্গে টিন, জাল দিয়ে রক্ষার চেষ্টা করছেন বাগানের মালিকেরা।
লিচু ব্যবসায়ীরা জানান, বাজারে উঠতে শুরু করছে রসালো ফল লিচু। আর এ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাগানমালিকদের। অনেক বাগানমালিক আগেই লিচুবাগান বিক্রি করে দিয়েছেন। কেউ কেউ এখন বিক্রি করছেন।
লিচু ক্রেতা পলাশ আহমেদ বলেন, ‘লিচু খেতে বেশ মজা। বাড়িতে ছেলেমেয়ে রয়েছে। তাই কিছু লিচু কিনলাম। যদিও দাম এখন অনেক বেশি।’
লিচুবাগানের মালিক মাসুম রেজা বলেন, ‘আমার সাড়ে ১২ বিঘা লিচুর বাগান রয়েছে। এবার লিচুর দামও ভালো। আশা করছি ভালো লাভ হবে। লিচুবাগান পাহারা দেওয়া লাগে। পাখিতে অনেক লিচু নষ্ট করে ফেলে। আর মেহেরপুরের লিচুর ভালো স্বাদ হওয়ায় এর আলাদা কদর রয়েছে।’
লিচু ব্যবসায়ী সজল আহমেদ বলেন, এখন লিচুর অনেক দাম। বাজারেও পর্যাপ্ত আঁটি লিচু পাওয়া যাচ্ছে। ৮০টি লিচু ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আশা করছি সামনের সপ্তাহ থেকে বোম্বাই লিচু বাজারে উঠবে। তখন দাম কিছুটা কমবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘এবার উপজেলায় ১২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ফলন ও দাম—দুইই ভালো পাওয়ায় চাষিরা খুশি। অন্যান্য সুস্বাদু মৌসুমি ফলের মতো লিচুরও বেশ কদর রয়েছে। বাজারে এখন পরিপক্ব লিচু পাওয়া যাচ্ছে। আশা করছি, সামনের সপ্তাহে বোম্বাই লিচু বাজারে উঠবে।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
১ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
১ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
১ ঘণ্টা আগে