গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রচণ্ড গরম আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে রসালো সুস্বাদু লিচুর কদর বেড়ে যায়। মেহেরপুরের গাংনীর বিভিন্ন বাজারে ইতিমধ্যে আঁটি লিচু পাওয়া যাচ্ছে। বাজারে শিগগিরই ‘বোম্বাই লিচু’ পাওয়া যাবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনায়, রাস্তার পাশে ও বাগানে ঝুলছে থোকায় থোকায় লিচু। আর এসব লিচু যাতে পাখিতে নষ্ট করতে না পারে, সে জন্য গাছের সঙ্গে টিন, জাল দিয়ে রক্ষার চেষ্টা করছেন বাগানের মালিকেরা।
লিচু ব্যবসায়ীরা জানান, বাজারে উঠতে শুরু করছে রসালো ফল লিচু। আর এ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাগানমালিকদের। অনেক বাগানমালিক আগেই লিচুবাগান বিক্রি করে দিয়েছেন। কেউ কেউ এখন বিক্রি করছেন।
লিচু ক্রেতা পলাশ আহমেদ বলেন, ‘লিচু খেতে বেশ মজা। বাড়িতে ছেলেমেয়ে রয়েছে। তাই কিছু লিচু কিনলাম। যদিও দাম এখন অনেক বেশি।’
লিচুবাগানের মালিক মাসুম রেজা বলেন, ‘আমার সাড়ে ১২ বিঘা লিচুর বাগান রয়েছে। এবার লিচুর দামও ভালো। আশা করছি ভালো লাভ হবে। লিচুবাগান পাহারা দেওয়া লাগে। পাখিতে অনেক লিচু নষ্ট করে ফেলে। আর মেহেরপুরের লিচুর ভালো স্বাদ হওয়ায় এর আলাদা কদর রয়েছে।’
লিচু ব্যবসায়ী সজল আহমেদ বলেন, এখন লিচুর অনেক দাম। বাজারেও পর্যাপ্ত আঁটি লিচু পাওয়া যাচ্ছে। ৮০টি লিচু ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আশা করছি সামনের সপ্তাহ থেকে বোম্বাই লিচু বাজারে উঠবে। তখন দাম কিছুটা কমবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘এবার উপজেলায় ১২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ফলন ও দাম—দুইই ভালো পাওয়ায় চাষিরা খুশি। অন্যান্য সুস্বাদু মৌসুমি ফলের মতো লিচুরও বেশ কদর রয়েছে। বাজারে এখন পরিপক্ব লিচু পাওয়া যাচ্ছে। আশা করছি, সামনের সপ্তাহে বোম্বাই লিচু বাজারে উঠবে।’
প্রচণ্ড গরম আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে রসালো সুস্বাদু লিচুর কদর বেড়ে যায়। মেহেরপুরের গাংনীর বিভিন্ন বাজারে ইতিমধ্যে আঁটি লিচু পাওয়া যাচ্ছে। বাজারে শিগগিরই ‘বোম্বাই লিচু’ পাওয়া যাবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনায়, রাস্তার পাশে ও বাগানে ঝুলছে থোকায় থোকায় লিচু। আর এসব লিচু যাতে পাখিতে নষ্ট করতে না পারে, সে জন্য গাছের সঙ্গে টিন, জাল দিয়ে রক্ষার চেষ্টা করছেন বাগানের মালিকেরা।
লিচু ব্যবসায়ীরা জানান, বাজারে উঠতে শুরু করছে রসালো ফল লিচু। আর এ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাগানমালিকদের। অনেক বাগানমালিক আগেই লিচুবাগান বিক্রি করে দিয়েছেন। কেউ কেউ এখন বিক্রি করছেন।
লিচু ক্রেতা পলাশ আহমেদ বলেন, ‘লিচু খেতে বেশ মজা। বাড়িতে ছেলেমেয়ে রয়েছে। তাই কিছু লিচু কিনলাম। যদিও দাম এখন অনেক বেশি।’
লিচুবাগানের মালিক মাসুম রেজা বলেন, ‘আমার সাড়ে ১২ বিঘা লিচুর বাগান রয়েছে। এবার লিচুর দামও ভালো। আশা করছি ভালো লাভ হবে। লিচুবাগান পাহারা দেওয়া লাগে। পাখিতে অনেক লিচু নষ্ট করে ফেলে। আর মেহেরপুরের লিচুর ভালো স্বাদ হওয়ায় এর আলাদা কদর রয়েছে।’
লিচু ব্যবসায়ী সজল আহমেদ বলেন, এখন লিচুর অনেক দাম। বাজারেও পর্যাপ্ত আঁটি লিচু পাওয়া যাচ্ছে। ৮০টি লিচু ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আশা করছি সামনের সপ্তাহ থেকে বোম্বাই লিচু বাজারে উঠবে। তখন দাম কিছুটা কমবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘এবার উপজেলায় ১২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ফলন ও দাম—দুইই ভালো পাওয়ায় চাষিরা খুশি। অন্যান্য সুস্বাদু মৌসুমি ফলের মতো লিচুরও বেশ কদর রয়েছে। বাজারে এখন পরিপক্ব লিচু পাওয়া যাচ্ছে। আশা করছি, সামনের সপ্তাহে বোম্বাই লিচু বাজারে উঠবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে