Ajker Patrika

বাগেরহাটে শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলায় মাথায় আঘাত করে রাস্তা থেকে তুলে নিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর গত বুধবার (২৪ জুলাই) ওই শিশুর নানা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা করেছেন। 

এর আগে সোমবার (২২ জুলাই) বিকেলে দুই আসামি রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা রয়েছে। 

আসামিরা হলেন—রামপাল উপজেলার ভোঁজপতিয়া ইউনিয়নে চান্দ্রাখালি গ্রামের আব্দুস ছালাম (৫০) ও মো. তুহিন (৪৫)। 

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে স্থানীয় এক বাড়ি থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল ওই শিশু। পথিমধ্যে আব্দুস ছালাম ওই শিশুর মাথায় আঘাত করেন, এতে শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আব্দস ছালাম ও তুহিন ধর্ষণের চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওই দিন হাসপাতালে ভর্তি করেন। তিন দিন চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ওই শিশু বাড়ি ফিরেছে। 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘ওই শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সে এখন শঙ্কামুক্ত।’ 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, শিশুর নানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ২২ ধারায় শিশুর জবানবন্দি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত