কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তরিকুল ইসলাম তারিক (৩৫) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ মে বিকেলে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তরিকুল ইসলাম তারিক। একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে তারিক বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন ওই ইউনিয়নের ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুকে দায়ী করেছেন আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘নিহত তারিক আমার সমর্থক ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন চেয়ারম্যান এনামুল হক মনজু।
এ বিষয়ে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মামলার প্রধান আসামি সন্ত্রাসী লালসহ মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
তবে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ছিলাম। হামলাকারীরা মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। আর আমি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। এই সন্দেহে থেকে হয়তো তিনি এমন অভিযোগ তুলছেন।’
হামলার ঘটনায় গত ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ কুমারখালী থানায় মামলা করেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় মামলা করেছিলেন। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তরিকুল ইসলাম তারিক (৩৫) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ মে বিকেলে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তরিকুল ইসলাম তারিক। একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে তারিক বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন ওই ইউনিয়নের ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুকে দায়ী করেছেন আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘নিহত তারিক আমার সমর্থক ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন চেয়ারম্যান এনামুল হক মনজু।
এ বিষয়ে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মামলার প্রধান আসামি সন্ত্রাসী লালসহ মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
তবে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ছিলাম। হামলাকারীরা মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। আর আমি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। এই সন্দেহে থেকে হয়তো তিনি এমন অভিযোগ তুলছেন।’
হামলার ঘটনায় গত ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ কুমারখালী থানায় মামলা করেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় মামলা করেছিলেন। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে