বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে বিদ্যালয়ে পাঠদানের শেষ দিনে ক্লাসের ফ্যান, লাইট, চেয়ার ও টেবিল ভেঙে টিকটক করে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছয় শিক্ষার্থী। সম্প্রতি এই ভিডিও প্রকাশ পায়। তাদের এমন আচরণে হতাশ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন।
আজ মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর ফেসবুকে এ ধরনের ভিডিও প্রচার করা হয়।
এর আগে গত মাসে এসএসসি বিদায় অনুষ্ঠানের দিন কোনো এক সময় বিদ্যালয় ভবনে তারা টিকটক বানায়।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২৫ এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান করা হয়। এদিন এই শিক্ষাথীরা কোনো এক সময় তাদের ক্লাসরুমে গিয়ে ফ্যান, সিসি ক্যামেরা, নিজেদের ও স্যারদের বসার চেয়ার ভাঙচুর করে টিকটক বানায়।
প্রথমে ঘটনা কে করেছে, তা ধরা না গেলেও এসব নিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দিলে অভিযুক্ত শিক্ষার্থীরা ধরা পড়ে। বিষয়টি ছাত্রদের অভিভাবকদের অবগত করা হয়েছে।
এদিকে এ ধরনের ঘটনা প্রচার হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান জানান, ‘স্কুলজীবন বিদায় বেদনার হয়। তবে এসব শিক্ষার্থীর এহেন কর্মকাণ্ড আমাদের লজ্জিত করেছে।’
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান জানান, ‘আমরা ফেসবুকে এ ধরনের টিকটক দেখে হতভম্ব হয়েছি। অথচ আমাদের স্কুলবিদায়ের দিন মনে পড়লে এখনো চোখে পানি আসে।’
যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে বিদ্যালয়ে পাঠদানের শেষ দিনে ক্লাসের ফ্যান, লাইট, চেয়ার ও টেবিল ভেঙে টিকটক করে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছয় শিক্ষার্থী। সম্প্রতি এই ভিডিও প্রকাশ পায়। তাদের এমন আচরণে হতাশ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন।
আজ মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর ফেসবুকে এ ধরনের ভিডিও প্রচার করা হয়।
এর আগে গত মাসে এসএসসি বিদায় অনুষ্ঠানের দিন কোনো এক সময় বিদ্যালয় ভবনে তারা টিকটক বানায়।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২৫ এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান করা হয়। এদিন এই শিক্ষাথীরা কোনো এক সময় তাদের ক্লাসরুমে গিয়ে ফ্যান, সিসি ক্যামেরা, নিজেদের ও স্যারদের বসার চেয়ার ভাঙচুর করে টিকটক বানায়।
প্রথমে ঘটনা কে করেছে, তা ধরা না গেলেও এসব নিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দিলে অভিযুক্ত শিক্ষার্থীরা ধরা পড়ে। বিষয়টি ছাত্রদের অভিভাবকদের অবগত করা হয়েছে।
এদিকে এ ধরনের ঘটনা প্রচার হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান জানান, ‘স্কুলজীবন বিদায় বেদনার হয়। তবে এসব শিক্ষার্থীর এহেন কর্মকাণ্ড আমাদের লজ্জিত করেছে।’
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান জানান, ‘আমরা ফেসবুকে এ ধরনের টিকটক দেখে হতভম্ব হয়েছি। অথচ আমাদের স্কুলবিদায়ের দিন মনে পড়লে এখনো চোখে পানি আসে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
৪ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
১৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
২৯ মিনিট আগে