ঠাকুরগাঁও প্রতিনিধি
`বাবা সকালে স্কুলে গেলেন, বললেন বিকেলে ফিরবেন। কিন্তু এখন তো সবাই বলছে, তিনি আর আসবেন না...’—কান্না জড়ানো কণ্ঠে বলছিল শরীফ হাসানের আট বছরের মেয়ে মাহিরা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মালবাহী একটি মাহেন্দ্র গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সহকারী শিক্ষক শরীফ হাসান (৩৪)। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
একই মোটরসাইকেলে থাকা তাঁর সহযাত্রী মিষ্টার (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত শরীফ হাসান ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে। তিনি ওয়াইজুল হকের ছেলে। আহত মিষ্টার একই উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বাসিন্দা, হক মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির বলেন, `আমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র দ্রুতগতিতে এসে ওদের ধাক্কা মারে। শরীফ ভাই গাড়ির নিচে পড়ে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।’
স্থানীয় প্রবীণ জাকির হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবোঝাই মাহেন্দ্র চলে। চালকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।’
হরিপুর থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মহেন্দ্র গাড়িটি শনাক্ত করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
`বাবা সকালে স্কুলে গেলেন, বললেন বিকেলে ফিরবেন। কিন্তু এখন তো সবাই বলছে, তিনি আর আসবেন না...’—কান্না জড়ানো কণ্ঠে বলছিল শরীফ হাসানের আট বছরের মেয়ে মাহিরা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মালবাহী একটি মাহেন্দ্র গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সহকারী শিক্ষক শরীফ হাসান (৩৪)। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
একই মোটরসাইকেলে থাকা তাঁর সহযাত্রী মিষ্টার (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত শরীফ হাসান ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে। তিনি ওয়াইজুল হকের ছেলে। আহত মিষ্টার একই উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বাসিন্দা, হক মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির বলেন, `আমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র দ্রুতগতিতে এসে ওদের ধাক্কা মারে। শরীফ ভাই গাড়ির নিচে পড়ে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।’
স্থানীয় প্রবীণ জাকির হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবোঝাই মাহেন্দ্র চলে। চালকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।’
হরিপুর থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মহেন্দ্র গাড়িটি শনাক্ত করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেরংপুরের পীরগাছায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো.
২৫ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি মুখে ইসলামিক দল না বললেও, কার্যত বিএনপিই দেশের সবচেয়ে ইসলামি মূল্যবোধসম্পন্ন রাজনৈতিক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় যা যা প্রয়োজন, বিএনপিই তা করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে।
২৭ মিনিট আগে