Ajker Patrika

বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১০: ৫৮
বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুই দিন বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়কপথে ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধের শর্ত সাপেক্ষে স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, ‘জন্মাষ্টমীর কারণে আজ দিনভর বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে আমদানি, রপ্তানি ও পণ্য খালাস বন্ধ থাকবে। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অনিয়ম না হয়, এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাকে করে ভারতে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয়। এই দুই দিন ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পাড়ের বন্দরে আটকা পড়েছে।

সহসভাপতি আরও বলেন, আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য রয়েছে। আর রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাতীয় পণ্য, গার্মেন্টস ও মাছ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত