চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমে বেশ কয়েকবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে।
আজ শুক্রবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আর ভোর ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও প্রায় একই তাপমাত্রা ছিল। তবে আজ শুক্রবার তাপমাত্রা কমে আবারও ৮ ডিগ্রিতে চলে আসে।
এদিকে চুয়াডাঙ্গার তাপমাত্রা আবারও কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। শীতে কাজ পাননি অনেকে।
দিনমজুর জমাত আলী বলেন, ‘শীত একটু বেশি থাকলেই কাজ পাওয়া যায় না। আজও কাজ পাইনি। কাজের জন্য এসে বড় বাজারে দাঁড়িয়ে থেকে চলে যেতে হচ্ছে।’
ভানচালক নিয়ামত আলী বলেন, ‘আজ শুক্রবার বড় বাজার হাটে কাঁচামালের ভাড়া পাওয়া যায়। আজও এসেছি। তবে বাজারে লোক না থাকায় ভাড়া হয়নি খুব একটা। বেশি শীত পড়লেই বা কী, আমাদের তো উপায় নেই, কাজ করতেই হবে। তবে কাজ না থাকলে বেশি কষ্ট হয়।’
জেলা শহরের কোর্টপাড়ার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘ভাবলাম এবার তাপমাত্রা বাড়বে। কিন্তু আজ তো আবার নেমে গেছে।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রায়ও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে পারে। তিনি আরও বলেন, আগামী রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) ড. কিসিঞ্জার চাকমা আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গায় শীত একটু বেশি। শীতের শুরু থেকেই সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এসব দেওয়া হচ্ছে। তা ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে পাওয়া সাহায্যও পৌঁছে দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমে বেশ কয়েকবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে।
আজ শুক্রবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আর ভোর ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও প্রায় একই তাপমাত্রা ছিল। তবে আজ শুক্রবার তাপমাত্রা কমে আবারও ৮ ডিগ্রিতে চলে আসে।
এদিকে চুয়াডাঙ্গার তাপমাত্রা আবারও কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। শীতে কাজ পাননি অনেকে।
দিনমজুর জমাত আলী বলেন, ‘শীত একটু বেশি থাকলেই কাজ পাওয়া যায় না। আজও কাজ পাইনি। কাজের জন্য এসে বড় বাজারে দাঁড়িয়ে থেকে চলে যেতে হচ্ছে।’
ভানচালক নিয়ামত আলী বলেন, ‘আজ শুক্রবার বড় বাজার হাটে কাঁচামালের ভাড়া পাওয়া যায়। আজও এসেছি। তবে বাজারে লোক না থাকায় ভাড়া হয়নি খুব একটা। বেশি শীত পড়লেই বা কী, আমাদের তো উপায় নেই, কাজ করতেই হবে। তবে কাজ না থাকলে বেশি কষ্ট হয়।’
জেলা শহরের কোর্টপাড়ার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘ভাবলাম এবার তাপমাত্রা বাড়বে। কিন্তু আজ তো আবার নেমে গেছে।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রায়ও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে পারে। তিনি আরও বলেন, আগামী রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) ড. কিসিঞ্জার চাকমা আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গায় শীত একটু বেশি। শীতের শুরু থেকেই সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এসব দেওয়া হচ্ছে। তা ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে পাওয়া সাহায্যও পৌঁছে দেওয়া হচ্ছে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
৩ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১০ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১৮ মিনিট আগে