Ajker Patrika

হরিণ শিকারের মামলায় যুবক কারাগারে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৮: ৪৯
হরিণ শিকারের মামলায় যুবক কারাগারে

সাতক্ষীরার শ্যামনগরে হরিণ শিকারি সন্দেহে রেজাউল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। আজ রোববার বেলা ১১টার দিকে সুন্দরবনসংলগ্ন চুনকুড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

এ সময় আটক রেজাউলের কাছ থেকে একটি নৌকাসহ ৫০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বন বিভাগ সূত্র জানায়, নিয়মিত টহলের সময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা রেজাউলকে আটক করেন। বন আইনের মামলায় তাঁকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত