যশোর প্রতিনিধি
ভারতে পাচারের শিকার নয় বাংলাদেশি নারীকে উদ্ধারের পর দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁদের হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবন্য গুডুর ও রিসানা সোনাভান।
বাংলাদেশের পক্ষে সারভাইভারদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, আবু হাসনাত, জাস্টিস অ্যান্ড কেয়ারের আরিফা আক্তার।
তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবাসন করা নারীরা এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে পাঠায়। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সারভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে পাঠানো হলো।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, প্রত্যাবসিত নারীরা পাচারের শিকার হয়েছিলেন। তাঁদের বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাঁদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।
রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সারভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।
ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায়।
ভারতে পাচারের শিকার নয় বাংলাদেশি নারীকে উদ্ধারের পর দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁদের হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবন্য গুডুর ও রিসানা সোনাভান।
বাংলাদেশের পক্ষে সারভাইভারদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, আবু হাসনাত, জাস্টিস অ্যান্ড কেয়ারের আরিফা আক্তার।
তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবাসন করা নারীরা এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে পাঠায়। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সারভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে পাঠানো হলো।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, প্রত্যাবসিত নারীরা পাচারের শিকার হয়েছিলেন। তাঁদের বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাঁদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।
রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সারভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।
ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১২ মিনিট আগেনীলফামারীতে এক যুগ পর কবর থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সদর উপজেলার আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে এই দেহাবশেষ উত্তোলন করা হয়।
২৭ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কনটেইনার পাচারকালে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেনারেল কার্গো বার্থ ইয়ার্ডে (জিসিবি) এই ঘটনা ঘটে। বন্দরের ৫ নন্বর গেট দিয়ে একটি ২০ ফুটের কনটেইনার পাচার করার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়।
৩৩ মিনিট আগেসাত মাস পলাতক থাকার পর নোয়াখালীর হাতিয়ায় তাঁতী দলের নেতার বাড়ি থেকে সন্দ্বীপের আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোররাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
৪২ মিনিট আগে