Ajker Patrika

তাঁতী দলের নেতার বাড়িতে ৭ মাস ধরে পালিয়ে আ.লীগ নেতা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২২: ৪৮
তাঁতী দলের নেতার বাড়িতে সাত মাস ধরে পালিয়ে আ.লীগ নেতা। ছবি: আজকের পত্রিকা
তাঁতী দলের নেতার বাড়িতে সাত মাস ধরে পালিয়ে আ.লীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

সাত মাস পলাতক থাকার পর নোয়াখালীর হাতিয়ায় তাঁতী দলের নেতার বাড়ি থেকে সন্দ্বীপের আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোররাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁতী দলের বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি সৈকত তাঁর সম্পর্কে শ্যালক।

স্বজনেরা জানান, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন বেদন তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এই সুযোগে বিভিন্ন অজুহাত দেখিয়ে সৈকত তাঁর কাছ থেকে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা নেন। এখন আটক হওয়ার পর তিনি কিছুই জানেন না বলে এড়িয়ে যান।

অন্যদিকে সৈকত বলেন, ‘আটক আলাউদ্দিন বেদন সম্পর্কে আমার দুলাভাই। কিন্তু তিনি আমাদের বাড়িতে পালিয়ে আছেন, এটা আমি জানতাম না। এ ছাড়া টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।’

জানতে চাইলে উপজেলা তাঁতী দলের সভাপতি মো. ফরহাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটকের বিষয়টি আমি শুনেছি। তাকে পালিয়ে থাকার বিষয়ে সৈকতের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোক। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজির বাড়ির বাগান থেকে বেদনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। পরে তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে ককটেলসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

ভারতের চেয়ে শুল্ক কম, ব্যবসায়ীরা সরকারকে কৃতজ্ঞতা জানাবে—আশা তৈয়্যবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত